Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smaller Car than Auto Rickshaw: অটোর থেকেও ছোট গাড়িআসছে বাজারে!

Smaller Car than Auto Rickshaw: অটোর থেকেও ছোট গাড়িআসছে বাজারে!

আসাদ মল্লিক

|

Updated on: May 31, 2023 | 2:16 PM

Citroen Ami Car: বাজারে আসছে একটি পুঁচকে গাড়ি। এই গাড়িটির নাম My Ami Buggy। Citroen সংস্থা এই গাড়িটি বানিয়েছে। এই গাড়িটি ইলেকট্রিকে চলে। ১০টি দেশে এই গাড়ি আনা হচ্ছে।

বাজারে আসছে একটি পুঁচকে গাড়ি। এই গাড়িটির নাম My Ami Buggy। Citroen সংস্থা এই গাড়িটি বানিয়েছে। এই গাড়িটি ইলেকট্রিকে চলে। ১০টি দেশে এই গাড়ি আনা হচ্ছে। গাড়িটির ডিজাইন বেশ সুন্দর। বর্তমানে অনেকেরই ছোট গাড়ি খুব পছন্দ। এই গাড়িটির উচ্চতা ১.৫২ মিটার এবং লম্বা ২.৪১ মিটার। ভারতে এই গাড়ির দাম ১০.৭৮ লাখ টাকা। এই গাড়িতে আছে ৫.৪ kwh ব্যাটারি প্যাক। একবার ফুল চার্জে ৭৪ কিলোমিটার যেতে পারবে। এই গাড়ির গতিবেগ ঘণ্টায় ৪৫ কিমি। এই গাড়িতে আছে ২টি সিট। আগামী ২০ জুনে আবার বুকিং করা যাবে। ভারতে এই ইলেকট্রিক গাড়ি এনেছে এই সংস্থা। ২০২৩ সালে Citroen ec3 গাড়িটা বাজারে এসেছে। এই গাড়িটা একবার পুরো চার্জে ৩২০ কিলোমিটার যেতে পারে ।