AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Civil Aviation Problem: আকাশে জটিলতা, থমকে বিমানের চাকা! আসল সমস্যা কোথায়?

Civil Aviation Problem: আকাশে জটিলতা, থমকে বিমানের চাকা! আসল সমস্যা কোথায়?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 06, 2025 | 6:00 PM

Share

Directorate General Of Civil Aviation: আসল সমস্যাটা কোথায়? সংস্থাগুলো বলছে প্লেন থাকলেও পাইলট নেই। যাত্রীদের বলা হল অপেক্ষা করতে। অনেক যাত্রী বাধ্য হলেন ২৪ ঘণ্টার বেশি বিমানবন্দরে কাটাতে। আসলে, পাইলট ও বিমান কর্মীদের ডিউটির নিয়মে বেশ কিছু বদল নিয়ে এসেছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

পরপর কয়েক দিন বিরাট সমস্যার সম্মুখীন দেশের বিমান পরিবহন সংস্থাগুলো। গোটা দেশজুড়ে থমকে গিয়েছে বিমানের পরিষেবা। আগে এয়ারবাস বিমানে কিছু সমস্যার কারণে ওড়েনি বিমান। কিন্তু এবার সমস্যাটা অন্য। চারদিকে শুধু বিক্ষোভের শব্দ। জাস্ট ভেঙে পড়ল ইন্ডিগো সহ একাধিক বিমানের পরিষেবা।

আসল সমস্যাটা কোথায়? সংস্থাগুলো বলছে প্লেন থাকলেও পাইলট নেই। যাত্রীদের বলা হল অপেক্ষা করতে। অনেক যাত্রী বাধ্য হলেন ২৪ ঘণ্টার বেশি বিমানবন্দরে কাটাতে। আসলে, পাইলট ও বিমান কর্মীদের ডিউটির নিয়মে বেশ কিছু বদল নিয়ে এসেছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। আর এই নতুন নিয়ম চালু হতেই এই সমস্যা দেখা দিল। কিন্তু আসলে কী হয়েছে? সেটাই কেউ বলছে না। ভারতের বিমান পরিবহণের এই বাজারটাতেই ধ্বস নেমেছে।

Published on: Dec 06, 2025 06:00 PM