Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Parganas News: বিসর্জন দেখতে গিয়ে বানিয়ে ফেলল...

North 24 Parganas News: বিসর্জন দেখতে গিয়ে বানিয়ে ফেলল…

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Oct 21, 2023 | 8:11 PM

টাকির সপ্তম শ্রেণীর ছাত্র কুণালের হাতের তৈরি মৃন্ময়ীর রূপ যেন পেশাদার শিল্পীর মতো। ক্ষুদে হাতের ছোঁয়ায় ফুটে উঠছে প্রতিমা। স্বপ্ন, তার প্রতিমা যেন বিদেশের মন্ডপে ঠাঁই পায়। টাকির শতাব্দী প্রাচীন দুই বাংলার প্রতিমা বিসর্জন দেশ এবং বিদেশের ভৌগলিক মানচিত্রে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে।

টাকির সপ্তম শ্রেণীর ছাত্র কুণালের হাতের তৈরি মৃন্ময়ীর রূপ যেন পেশাদার শিল্পীর মতো। ক্ষুদে হাতের ছোঁয়ায় ফুটে উঠছে প্রতিমা। স্বপ্ন, তার প্রতিমা যেন বিদেশের মন্ডপে ঠাঁই পায়। টাকির শতাব্দী প্রাচীন দুই বাংলার প্রতিমা বিসর্জন দেশ এবং বিদেশের ভৌগলিক মানচিত্রে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। এই প্রতিমা নিরঞ্জন দেখতে সাক্ষী থাকে দেশ-বিদেশের বহু পর্যটকরাও। বসিরহাটের টাকি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাহার পাড়ার বাসিন্দা বছর ১২ এর কুণাল বাবা-মার কাছ থেকে টাকির ইছামতি বিসর্জনের পুরনো ঐতিহ্য, সংস্কৃতি ও গল্প কথা শুনে আসছে সেই ছোট্ট থেকে। ছোট থেকে একাধিকবার ইছামতি নদীর পাড়ে বাবা-মায়ের হাত ধরে দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছে সে। তারপর নেশা জাগে প্রতিমা তৈরি করার। চতুর্থ শ্রেণী থেকেই খেলার ছলে হাতে মাটি নিয়ে তৈরি করতে থাকে একের পর এক ঠাকুর। এখন ছোট থেকে বড় সব প্রতিমাই অনায়াসে তৈরি করে ফেলছে এই ক্ষুদে শিল্পী। ইছামতি নদীর এঁটেল মাটি, বিচুলি, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করে ফেলেছে চার ফুটের দুর্গাও। পেশাদার শিল্পীর মতই মৃন্ময়ী রূপ দিয়েছে তাকে। এবার অপেক্ষা রং তুলি দিয়ে ফুটিয়ে তুলবে মৃন্ময়ীর চিন্ময়ী রূপ। স্কুলে ও পড়াশোনার মাঝে যেটুকু সময় পায় সেই সময়ই সারা বছর কখনো দুর্গা আবার কখনো কালি আবার সরস্বতী তৈরিতে মেতে ওঠে ঐ কিশোর। বিশ্বকর্মা থেকে কার্তিক ও গণেশ সব ধরনের ঠাকুরই এই ক্ষুদে শিল্পীর হাতের ছোঁয়ায় রাজ্যের বিভিন্ন মন্ডপে পৌছে যাচ্ছে। বাবা তারক মন্ডল আগে ভ্যান চালাতো, এখন টোটো চালান। তার থেকেই সঞ্চয় করে ছেলেকে একটু অর্থ দিয়ে সাহায্য করেন তিনি। কুণাল সেই অর্থ দিয়ে তিল তিল করে গড়ে তোলে বিভিন্ন প্রতিমা। আর তার থেকে উপার্জিত অর্থ তুলে দেয় মায়ের হাতে। মা চম্পা মন্ডল গৃহবধূ, ছোটবোন তৃষা। দুঃস্থ পরিবারে ছেলের শিল্পী হওয়ার স্বপ্নকে সামনে রেখে অদম্য ইচ্ছা শক্তির উপর ভর করে, মা-বাবা ও ছোট বোন কুণালের পাশে দাঁড়িয়েছে। যাতে আগামী দিন শিল্পীর সত্তায় ফুটে ওঠে নতুন নতুন শিল্পের কারুকার্য।

Published on: Sep 19, 2023 04:54 PM