5

Bankura Christian College: শুরুর আগেই অ্যান্টি ব়্যাগিং মিছিল

বাঁকুড়া জেলার অন্যতম নামী ডিগ্রী কলেজ খ্রীষ্টান। এই কলেজের একাধিক হোস্টেলে কয়েকশো আবাসিক পড়ুয়া রয়েছে। অতীতে মাঝেমধ্যে এই কলেজেও ইন্ট্রোডাকশানের নামে নবাগত পড়ুয়াদের ডেকে র‍্যাগিং এর অভিযোগ উঠেছে। সেকথা মাথায় রেখে যাদবপুর কান্ডের পর আরো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Bankura Christian College: শুরুর আগেই অ্যান্টি ব়্যাগিং মিছিল
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 5:28 PM

বাঁকুড়া জেলার অন্যতম নামী ডিগ্রী কলেজ খ্রীষ্টান। এই কলেজের একাধিক হোস্টেলে কয়েকশো আবাসিক পড়ুয়া রয়েছে। অতীতে মাঝেমধ্যে এই কলেজেও ইন্ট্রোডাকশানের নামে নবাগত পড়ুয়াদের ডেকে র‍্যাগিং এর অভিযোগ উঠেছে। সেকথা মাথায় রেখে যাদবপুর কান্ডের পর আরো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। হোস্টেলগুলিতে হোস্টেল ওয়ার্ডেন ও সুপারিনটেনডেন্টদের নজরদারী জোরদার করা হয়েছে। কলেজ ক্যাম্পাস কার্যত মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে কলেজের এন্টি র‍্যাগিং কমিটিরও। তারপরও হাত গুটিয়ে বসে থাকতে নারাজ কলেজ কর্তৃপক্ষ। কলেজের পড়ুয়াদের মধ্যে র‍্যাগিং এর কুফল তুলে ধরে সচেতনা বৃদ্ধিতে জোর দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর সেই উদ্যেশ্যে আজ কলেজের পড়ুয়াদের নিয়ে কলেজ ক্যাম্পাসে এন্টি র‍্যাগিং মিছিল সংগঠিত করল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবী অতীতে ইন্ট্রোডাকশানের নামে নবাগত পড়ুয়াদের ডেকে সিনিয়ার পড়ুয়ারা কিছুটা অপ্রস্তুতে ফেলার চেষ্টা করে। অতীতে দু একটি র‍্যাগিং এর অভিযোগও সামনে এসেছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে। আর তার জেরেই সম্প্রতি এমন অভিযোগ আর আসেনি। তা সত্বেও র‍্যাগিং বন্ধ নিশ্চিত করতেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগে খুশি পড়ুয়ারাও।

Follow Us: