Ratna Chatterjee: কলেজের ছেলেদের মারামারি, মধ্য রাতে ছুটে আসতে হল রত্নাকে
Kolkata: সেই মারপিট ঠেকাতে কলেজ গিয়ে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। দু'পক্ষকেই থানায় নিয়ে আসা হয় মিটমাট হয়ে যায়। তবে রত্নার অভিযোগ, দু'জন ছাত্র যখন বাইরে বের হয় অর্ণব ব্যানার্জীর(ডাক নাম TOTTOR) ছেলেরা তার উপর আক্রমণ করে।
সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেহালা পর্ণশ্রী কলেজের ছাত্রদের মধ্যে মারপিট। আর সেই মারপিটের ঘটনায় মধ্যরাতে বেহালা পূর্বের এম এল এ এবং বেহালা ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়কে আসতে হলো থানায়। এদিন, সন্ধে নাগাদ সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেহালা কলেজের মধ্যে দু পক্ষ ছাত্রদের মধ্যে মারপিট হয়। সেই মারপিট ঠেকাতে কলেজ গিয়ে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। দু’পক্ষকেই থানায় নিয়ে আসা হয় মিটমাট হয়ে যায়। তবে রত্নার অভিযোগ, দু’জন ছাত্র যখন বাইরে বের হয় অর্ণব ব্যানার্জীর(ডাক নাম TOTTOR) ছেলেরা তার উপর আক্রমণ করে।
