College news: গোবরডাঙা হিন্দু কলেজের অনুষ্ঠানের ব্যানারে ‘কলেজ’ বানান ভুল

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 28, 2026 | 7:25 PM

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই অনুষ্ঠান মঞ্চে লাগানো ব্যানারে 'কলেজ' বানান ভুল নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই অনেকে সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন। কলেজের প্রিন্সিপালের সাফাই এটা প্রিন্টিং থেকে মিসটেক হয়েছে। অনুষ্ঠানের আগের দিন অনেক রাতে লাগানো হয়েছিল তাই খেয়াল করেনি। 

মঞ্চের বড় ব্যানারে বড় বড় হরফে লেখা ‘কলেজ’ বানানটা ভুল। অনুষ্ঠান করে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অথচ নজরে পড়ল না তাঁর, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। যে অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই অনুষ্ঠান মঞ্চে লাগানো ব্যানারে ‘কলেজ’ বানান ভুল নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই অনেকে সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন। কলেজের প্রিন্সিপালের সাফাই এটা প্রিন্টিং থেকে মিসটেক হয়েছে। অনুষ্ঠানের আগের দিন অনেক রাতে লাগানো হয়েছিল তাই খেয়াল করেনি।