AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime Against Woman: রাজধানী এক্সপ্রেসে যৌন হেনস্থা!

Crime Against Woman: রাজধানী এক্সপ্রেসে যৌন হেনস্থা!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 26, 2023 | 4:33 PM

Share

চলন্ত রাজধানী এক্সপ্রেসে এক নাবালিকা যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। অভিযোগ পেতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল রেল পুলিশ। এই ঘটনায় ফের রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

চলন্ত রাজধানী এক্সপ্রেসে এক নাবালিকা যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। অভিযোগ পেতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল রেল পুলিশ। এই ঘটনায় ফের রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। জানা গেছে ভুবনেশ্বর থেকে দিল্লি গামী তেজষ রাজধানী এক্সপ্রেসের গতকাল হিজলি থেকে নিজের স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বি থ্রি কোচে ওঠেন দিল্লিতে বেসরকারি সংস্থার এক কর্মী । অভিযোগ ওই কোচেই সফর করছিল আজিবুর রহমান নামের অপর এক যাত্রী।

অভিযোগ টিকিট কনফার্ম না থাকা সত্বেও আজিবুর রহমান সফর করছিল তেজস রাজধানীর মতো অভিজাত ট্রেনে । ট্রেন মুঘলসরাই পেরোতেই কোচের যাত্রীরা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আজিবুর রহমান বেসরকারি সংস্থার কর্মীর নাবালিকা মেয়ের সিটে গিয়ে তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে সহযাত্রীদের ঘুম ভাঙে। ছুটে আসেন রেলের প্যান্ট্রি কর্মী, টিটি ও পুলিশ কর্মীরা । তাঁরাই অভিযুক্তকে কোচের মধ্যে আটক করে রাখেন।

এরপর কানপুরে রেল পুলিশের সাথে যোগাযোগ করা হলে কানপুর স্টেশনে রেল পুলিশ আজিবুর রহমানকে আটক করে নিয়ে যায়। নাবালিকার পরিবারের তরফে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবী জানিয়েছে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

Published on: Oct 26, 2023 04:25 PM