Purba Burdwan News: তালা ভেঙে স্কুলের কম্পিউটার গায়েব!
ভাতারের আমরুন স্টেশন শিক্ষা নিকেতন স্কুলে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। আমারুন স্টেশন শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক স্বপনকান্তি চৌধুরী বলেন, এক দুষ্কৃতী রাত একটা নাগাদ স্কুলের কম্পিউটার রুমের দরজার তালা ভেঙ্গে কম্পিউটার রুমে প্রকাশ করে। চারটি মনিটর ও দু'টি প্রজেক্টর নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান তিনি
স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারে। ভাতারের আমরুন স্টেশন শিক্ষা নিকেতন স্কুলে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। আমারুন স্টেশন শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক স্বপনকান্তি চৌধুরী বলেন, এক দুষ্কৃতী রাত একটা নাগাদ স্কুলের কম্পিউটার রুমের দরজার তালা ভেঙ্গে কম্পিউটার রুমে প্রকাশ করে। চারটি মনিটর ও দু’টি প্রজেক্টর নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান তিনি। এরপরই ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে ভাতার থানার পুলিশ। স্বপন বাবুর আরও দাবি এর আগেও স্কুলে দু’বার সাবমারসিবল পাম্পের মটর চুরি গেছে। এবারও লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হল। ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান প্রধান শিক্ষক।