AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Train: কনফার্ম টিকিট হঠাৎ বাতিল!

Bankura Train: কনফার্ম টিকিট হঠাৎ বাতিল!

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jul 24, 2023 | 5:39 PM

Share

রেলের কনফার্ম টিকিট হঠাৎ বাতিল, ট্রেনে চড়তে এসে এমন কান্ড দেখে বাঁকুড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন চিকিৎসা করাতে ভেল্লোরে চিকিৎসা করাতে যাওয়ার উদ্যেশ্যে বেরোনো বেশ কিছু রোগী ও রোগীর আত্মীয়রা

অনলাইনে আইআরসিটিসির মাধ্যমে ওয়েটিং টিকিট কেটে আর এ সি র ধাপ পেরিয়ে অনেকেরই টিকিট কনফার্ম হয়েছিল। মোবাইলে কনফার্মেশনের মেসেজ পেয়ে নিশ্চিন্তে আজ সকালে ট্রেন ধরতে বাঁকুড়া স্টেশনে এসেছিলেন যাত্রীরা। কিন্তু স্টেশনে এসে হতবাক যাত্রীদের একটা বড় অংশ। স্টেশনে পৌঁছে তাঁরা জানতে পারেন তাঁদের টিকিট কারো ওয়েটিং হয়ে গেছে, কারো আবার বাতিল হয়ে গেছে । এমন তাজ্জব ঘটনার জন্য রেলের গাফিলাতিকেই কাঠগোড়ায় তুলে বাঁকুড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন প্রায় ত্রিশ পয়ত্রিশ জন যাত্রী। পরে রেলের তরফে ওই যাত্রীদের টিকিট কেটে ওই ট্রেনের জেনারেল কামরায় যাত্রীদের তুলে বিক্ষোভ সামাল দেয় রেল কর্তৃপক্ষ।

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য রোগী প্রতি সপ্তাহে ২২৬০৫ নম্বর পুরুলিয়া ভেল্লুপুরম ট্রেন ধরে ভেল্লোরে চিকিৎসার জন্য যাতায়াত করেন। সম্প্রতি আই আর সিটিসির অনলাইন টিকিট বুকিং সিস্টেমের মাধ্যমে এমনই কিছু মানুষ ওই ট্রেনে ভেল্লোরের টিকিট কাটেন। টিকিট কাটার সময় বেশিরভাগেরই টিকিট ছিল ওয়েটিং। পরবর্তীতে তাদের মধ্যে অনেকের টিকিট আর এ সি এবং আরো পরে টিকিট কনফার্ম হয়ে যায় । নিজেদের মোবাইলে টিকিটের কনফার্মেশান মেসেজও পান অনেকেই। হঠাৎই গতকাল কেউ কেউ মোবাইলে মেসেজ পান তাঁদের কনফার্ম টিকিট ফের ওয়েটিং হয়ে গেছে। কারো কারো টিকিটই বাতিল হয়ে গেছে। কয়েকজন যাত্রীর ক্ষেত্রে সেই মেসেজটিও আসেনি। যারা মেসেজ পাননি তাঁরা আজ সকালে ট্রেন ধরতে বাঁকুড়া স্টেশনে এসে জানতে পারেন তাঁদের কনফার্ম টিকিট কারো ক্ষেত্রে রাতারাতি বাতিল হয়ে গেছে কারো আবার ফের ওয়েটিং হয়ে গেছে। এমতাবস্থায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন চিকিৎসার জন্য ভেল্লোরের উদ্যেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। গোটা ঘটনায় রেলের গাফিলাতিকেই দায়ী করে বাঁকুড়া স্টেশন ম্যানেজারকে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানিয়েছেন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর পাশাপাশি বিক্ষোভকারী যাত্রীদের দিয়ে ফের সাধারণ টিকিট কাটিয়ে ট্রেনটির জেনারেল কামরায় তুলে দেয় স্টেশন কর্তৃপক্ষ।