Dakshin Dinajpur News: বাড়ির জায়গায় রেল স্টেশন!

বাড়ির জায়গায় হবে হিলি রেল স্টেশন। এই এলাকাতেই হতে পারে রেক পয়েন্ট৷ রেল লাইন ও স্টেশন হবে, তাই উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পশ্চিম আপতোর তিন নম্বর কলোনির বাসিন্দারা।

Dakshin Dinajpur News: বাড়ির জায়গায় রেল স্টেশন!
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 6:57 PM

বাড়ির জায়গায় হবে হিলি রেল স্টেশন। এই এলাকাতেই হতে পারে রেক পয়েন্ট৷ রেল লাইন ও স্টেশন হবে, তাই উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পশ্চিম আপতোর তিন নম্বর কলোনির বাসিন্দারা। কলোনির বাসিন্দাদের মনে একটাই প্রশ্ন তাদের জায়গার বৈধ কোন নথি নেই৷ তাহলে রেল লাইন ও স্টেশন হলে তারা কি ক্ষতিপূরণ হবে। আদৌ তাদেএ মাথা গোজার ঠাই হবে কিনা সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক। পশ্চিম আপতোরের তিন নম্বর কলোনিতে প্রায় প্রায় ৮০টি পরিবারের বসবাস। যার মধ্যে প্রায় ৩৫ টি পরিবারের বৈধ কাগজপত্র নেই। তারাই মূলত আতঙ্কে দিন কাটাচ্ছেন। যদিও স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। দক্ষিণ দিনাজপুর জেলাবাসির দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বালুরঘাট হিলি রেল সম্প্রসারণের কথা ঘোষণা হতেই খুশিতে মেতে ছিল গোটা জেলা। জেলাবাসীদের ধারণা প্রত্যন্ত এই জেলায় বালুরঘাটে সঙ্গে হিলির রেলপথ যোগাযোগ হলে অর্থনৈতিক দিক থেকে জেলা অনেকটিই এগিয়ে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকে হিলিতেই বড় স্টেশন সহ পন্য তোলা নামানোর জন্য রেক পয়েন্টের দাবি করা হয়। কারণ হিলি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত। রেলের রেক পয়েন্ট ও স্টেশন মিলিয়ে যে পরিমাণ জমি দরকার পড়বে তাতে হিলির লাগোয়া, পশ্চিম আপতোর তিন নম্বর কলোনির প্রায় ৮০টা পরিবারকে নিজেদের জমি রেলকে হস্তান্তর করতে হবে। এর মধ্যে প্রায় ৩৫ টা পরিবার এমন রয়েছে যাদের কাছে কোন বৈধ জমির কাগজ নেই। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, এই এলাকায় এসে বসবাস শুরু করেন ৮০ থেকে ৯০ এর দশকে। এদের অধিকাংশই বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল। ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে হিলিতে এসে কোন এক সময় বসবাস শুরু করেন। এই সমস্ত এলাকার স্থানীয় বাসিন্দারা বিড়ি বাধার কাজ করার পাশাপাশি ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে থাকেন। কিন্তু কখনও যে আবার নতুন করে তাদের ঘর ভাঙতে পারে এই ধারণা তারা স্বপ্নেও ভাবেননি। এদিকে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শুরু হতেই নোটিশ ধরানো হয়েছে রেলের তরফ থেকে হিলি এলাকার একাধিক জায়গার সহ পশ্চিম আপতোরের তিন নম্বর কলোনিতে প্রতিটা পরিবারকেই। এই কলোনি এলাকার যে সমস্ত পরিবারের জমির বৈধ কাগজপত্র আছে তারা ইতিমধ্যেই জমা দিয়েছেন। দীর্ঘ প্রায় ৪০ বছর আগে ওপার বাংলা থেকে ছিন্নমূল বহু পরিবার গুলো এসে তিন নম্বর কলোনি এলাকায় বসবাস শুরু করেন। তাদের কোন বৈধ নথি নেই৷ তারাই মূলত সব থেকে বেশি সমস্যায় পড়েছেন।

Follow Us: