Vivek Agnihotri Comment: এবার বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী
Bollywood: “বলিউড থেকে আমি মানসিকভাবে অবসর নিয়েছি,” এবার বিস্ফোরক মন্তব্য করলেন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বললেন, “দিন দিন একই থেকে যাচ্ছে বলিউডের ছবির বিষয়বস্তু। তারা দর্শকদের বোকা ভাবেন।”
‘অবসর নিয়েছি’
“বলিউড থেকে আমি মানসিকভাবে অবসর নিয়েছি,” এবার বিস্ফোরক মন্তব্য করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বললেন, “দিন দিন একই থেকে যাচ্ছে বলিউডের ছবির বিষয়বস্তু। তারা দর্শকদের বোকা ভাবেন।”
কড়া পদক্ষেপ রেড চিলিজের
‘জওয়ান’ মুক্তি পেতেই তা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় লিক। এবার পাইরেসি রুখতে কড়া পদক্ষেপ করল শাহরুখ খান-গৌরি খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট। নিয়োগ করল অ্যান্টি-পাইরেসি সংস্থার টিমকে। যাঁদের মূল কাজই হবে ছবির পাইরেসি কারা করছে, তা খুঁজে বার করে শাস্তি দেওয়া।
ইতিহাস গড়ল ‘জওয়ান’
ইতিহাসের পর ইতিহাস গড়ছে ‘জওয়ান’। প্রথম হিন্দি ছবি, যা প্রথম সপ্তাহেই ঘরে তুলল ৭০০ কোটি টাকা। শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ বিশ্বজুড়ে এই রেকর্ড তৈরি করল। ভারতের বুকে কেবল হিন্দি ভার্সানটিই সাড়ে তিনশো কোটির গণ্ডি পার করে ফেলেছে প্রথম সপ্তাহে।
এক টেকে ৮ পাতা সিন
শাহরুখ খান বলেই বোধহয় সম্ভব। ‘জওয়ান’ ছবির ফার্স্ট হাফ-এ যখন আজ়াদ প্রকাশ্যে আসে, সেই মেট্রো হাইজ্যাকের দৃশ্য এখন হাতে-হাতে ভাইরাল। তবে জানেন কি, শাহরুখ খান এই ৮ পাতার মোনোলগ এক টেকে শুট করেছেন! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
প্রয়াত অভিনেতা
লড়াই চালিয়ে গিয়েছিলেন বহুদিন। কিন্তু শেষরক্ষা হল না। ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা রিও কাপাডিয়া। বয়স হয়েছিল ৬৬ বছর। সুদীর্ঘ কেরিয়ার জীবন তাঁর। কিছু দিন আগেই তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন’ মুক্তি পায়। ওই সিরিজে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বাবার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
ফের বিয়ে নাগার?
২০২১ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয় নাগা চৈতন্যের। সূত্র জানাচ্ছে, বাবা নাগার্জুন নাকি ছেলের আবার বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। এক ব্যবসায়ী পরিবারের সঙ্গে কথাবার্তাও নাকি এগিয়েছে বহুদূর। যদিও আক্কিনেনি পরিবারে এ ব্যাপারে ‘স্পিক্টি নট’।
অজগর হাতে সোহম
১৫ ফুট লম্বা অজগর হাতে এবার ভাইরাল হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে তিনি ডুয়ার্সে রয়েছেন ‘প্রধান’ ছবির শুটে। সেই রিসর্ট থেকেই উদ্ধার হওয়া এক লম্বা অজগর এবার হাতে ধরলেন সোহম। দেখামাত্রই চমকে উঠল নেটপাড়া।
গুরুতর দুর্ঘটনার মুখে হানি
গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। কাচের টেবিলে হাত কেটে জখম হয়েছেন তিনি। ২০টা সেলাই পড়েছে তাঁর। এ ছাড়াও ছিড়ে গিয়েছে ডান হাতের মাংসপেশীর একটি অংশ। আগামীকাল অর্থাৎ শুক্রবার হাতে অস্ত্রোপচার হবে তাঁর।
তলিয়ে গেল ‘জগদ্ধাত্রী’
টিআরপি তালিকা যে কতই রঙ্গে ভরা, সেই প্রমাণই যেন ফের পাওয়া গেল এই সপ্তাহ। যে ধারাবাহিক গত দুই সপ্তাহ ধরে ছিল একে, তা এবার প্রথম তিনেও নেই। এক থেকে সোজা চার নম্বরে পৌঁছে গেল ‘জগদ্ধাত্রী’। ও দিকে, ‘অনুরাগের ছোঁয়া’ আবারও ফিরে পেল তাঁর প্রথম স্থান।