Covid Vaccine: রাজ্যে পড়ে পড়ে 'এক্সপায়ার' হয়ে যাচ্ছে রাশি রাশি করোনা টিকা

Covid Vaccine: রাজ্যে পড়ে পড়ে ‘এক্সপায়ার’ হয়ে যাচ্ছে রাশি রাশি করোনা টিকা

আসাদ মল্লিক

| Edited By: নির্ণয় ভট্টাচার্য্য

Updated on: Jan 03, 2023 | 5:18 PM

Corona Vaccine: জেলাগুলোকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে নির্দেশিকা। মজুত কোভ্যাক্সিন, কোভিশিল্ড শেষ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বকেয়া টিকা দেওয়ার বন্দোবস্ত জেলা প্রশাসনের।

কলকাতা: রাজ্যে বেলাগাম বাড়ছে ডেঙ্গি। এমতাবস্থায় কিছুটা হলেও কমেছে কোভিড সংক্রমণ। যদিও অন্যদিকে দানা বাঁধছে এক অন্য সমস্যা। রাজ্যে নষ্টের আশঙ্কায় কোভিড টিকা। মজুত টিকার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর তাই বকেয়া প্রথম ও দ্বিতীয় টিকা দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। বাড়ি বাড়ি টিকা দেওয়ার উপরেও জোর দেওয়া হচ্ছে বলে খবর সূত্রের।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জেলাগুলোকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে নির্দেশিকা। মজুত কোভ্যাক্সিন, কোভিশিল্ড শেষ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বকেয়া টিকা দেওয়ার বন্দোবস্ত জেলা প্রশাসনের। ইতিপূর্বে করোনা টিকার ঘাটতি নিয়ে বড়সড় সমস্যার সম্মুখীন হয় রাজ্য। আর এখন সেই টিকা কেন নষ্ট হওয়ার পথে, সে বিষয়ে প্রশ্ন উঠছে চিকিৎসকমহলের তরফেই।

Published on: Oct 29, 2022 12:30 PM