যুবভারতীতে ৩০০ কোটির দুর্নীতি হয়েছে: শুভেন্দু
Suvendu Adhikari: ঢুকতে না পেয়ে ফেরত যান তিনি। যুবভারতীকাণ্ডের পর বুধবার সকালে স্টেডিয়ামে যান শুভেন্দু। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তার কিছুক্ষণ আগেই অবশ্য রাজ্যের তৈরি করা 'সিট'এর উচ্চ পদস্থ পুলিশ কর্তারা স্টেডিয়াম পরিদর্শন করে যান।
কলকাতা: রাজ্যপালের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। যুবভারতী স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বাধার মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঢুকতে না পেয়ে ফেরত যান তিনি। যুবভারতীকাণ্ডের পর বুধবার সকালে স্টেডিয়ামে যান শুভেন্দু। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তার কিছুক্ষণ আগেই অবশ্য রাজ্যের তৈরি করা ‘সিট’এর উচ্চ পদস্থ পুলিশ কর্তারা স্টেডিয়াম পরিদর্শন করে যান। এদিনও যুবভারতীর বাইরে দাঁড়িয়ে তিনি বললেন, “আমরা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটিই মানি না। সেই কারণেই আদালতে গিয়েছি। ভারপ্রাপ্ত প্রধানবিচারপতির ঘরে মামলা রয়েছে। আমরা চাই, রাজ্য সরকারের প্রভাবমুক্ত তদন্ত কমিটি। মূল অভিযোগ তো রাজ্য সরকারের বিরুদ্ধেই। ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের, সেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। ক্রীড়া দফতরের বিরুদ্ধে অভিযোগ।”

