Vande Bharat Express: আসছে গরিবের বন্দে ভারত!
অনেকর দাবি, বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া বেশি। তাই এই ট্রেনকে অনেকে 'বড়লোকেদের ট্রেন' বলেন। তবে এবার সরকার নতুন পরিকল্পনা আনছে। সাধারণ মানুষের জন্য এবার শুরু হবে নন -এসি ট্রেন। সেই ট্রেনে পাবেন বন্দে ভারতের সুবিধা। সূত্রের খবর, এই নতুন ট্রেন চলবে লোকোমোটিভের সাহায্যে।
অনেকর দাবি, বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া বেশি। তাই এই ট্রেনকে অনেকে ‘বড়লোকেদের ট্রেন’ বলেন। তবে এবার সরকার নতুন পরিকল্পনা আনছে। সাধারণ মানুষের জন্য এবার শুরু হবে নন -এসি ট্রেন। সেই ট্রেনে পাবেন বন্দে ভারতের সুবিধা। যদিও এটি এখনও পরিকল্পনা স্তরে আছে। সূত্রের খবর, এই নতুন ট্রেন চলবে লোকোমোটিভের সাহায্যে। এই নতুন ট্রেনে লোকোমোটিভ থাকতে পারে ২ দিকে। গতিও বাড়বে বলে মনে করা হচ্ছে । এই ট্রেনে থাকবে ১২টি স্লিপার কোচ ও ৮টি সেকেন্ড ক্লাসের জেনারেল কোচ। দাবি করা হচ্ছে, নন এসি হবে সব কোচগুলো। তাই ভাড়াও কম হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও জানা যায়নি এই ট্রেনের নাম। সূত্রের খবর, এই ট্রেনের বগি বানানো হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে।
Latest Videos