AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Covid Symptoms: কোভিডের নতুন উপসর্গ ইনফ্যান্টাইল ফিনোটাইপ

New Covid Symptoms: কোভিডের নতুন উপসর্গ ইনফ্যান্টাইল ফিনোটাইপ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 17, 2023 | 4:30 PM

Share

ইনফ্যান্টাইল ফিনোটাইপ কী? । ইনফ্যান্টাইল ফিনোটাইপ হল কোভিড-১৯ এর সাম্প্রতিকতম উপসর্গ। শিশুদের উচ্চ তাপমাত্রায় জ্বর, সর্দি, কাশি, চোখে চুলকানি, কনজাংটিভাইটিস এবং চোখ লাল ও আঠালো হয়ে থাকে। এর আগেও কোভিডের উপসর্গ হিসেবে কনজাংটিভাইটিস দেখা গেছিল। কারও চোখ করোনাভাইরাসের সংস্পর্শে আসলে চোখে কনজাংটিভাইটিসের লক্ষণ দেখা যেতে পারে।

ফের ভারতে বাড়ছে কোভিড-১৯-এর দাপট। ওমিক্রনে ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট XBB 1.16 অত্যন্ত সংক্রমণযোগ্য । এই সাব-ভ্যারিয়েন্টটির বৃদ্ধির হারও অনেক বেশি। পুনেতে প্রথম এই সাব-ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। ভারত সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে কোভিড মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছে । দেশ জুড়ে হাসপাতালগুলিতে মক ড্রিলও হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শিশুদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ক্রমে বাড়ছে। শিশুদের মধ্যে এই নয়া ভ্যারিয়েন্টের একটা নতুন উপসর্গ দেখা যাচ্ছে। ডাক্তারি পরিভাষায় একে বলে ইনফ্যান্টাইল ফিনোটাইপ । ইনফ্যান্টাইল ফিনোটাইপ কী? । ইনফ্যান্টাইল ফিনোটাইপ হল কোভিড-১৯ এর সাম্প্রতিকতম উপসর্গ। শিশুদের উচ্চ তাপমাত্রায় জ্বর, সর্দি, কাশি, চোখে চুলকানি, কনজাংটিভাইটিস এবং চোখ লাল ও আঠালো হয়ে থাকে। এর আগেও কোভিডের উপসর্গ হিসেবে কনজাংটিভাইটিস দেখা গেছিল। কারও চোখ করোনাভাইরাসের সংস্পর্শে আসলে চোখে কনজাংটিভাইটিসের লক্ষণ দেখা যেতে পারে। লক্ষণগুলি হল – চোখ দিয়ে জল পড়া, লাল ভাব, ফোলা, জ্বালা বা ব্যথা, চুলকানি । কোভিডের থেকে কিন্তু চোখের মারাত্মক ক্ষতি হতে পারে বলেছে আমেরিকান আকাদেমি অব অপথ্যালমোলজি। তাদের মতে, কোভিডের কারণে চোখে রক্ত ​​জমাট বেঁধে রেটিনার স্থায়ী ক্ষতিও হতে পারে। রক্ত জমাট বেঁধে রেটিনাল ধমনীতে বাধার সৃষ্টি হয়। চোখের অক্সিজেন প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এই অবস্থা ‘চোখের স্ট্রোক’ নামেও পরিচিত। রেটিনা চোখের অভ্যন্তরীণ টিস্যুর স্তর, যা আলোকে স্নায়ু সংকেতে রূপান্তরিত করে মস্তিষ্কে পাঠায়। কোভিডের ফলে রেটিনা থেকে রক্তক্ষরণও হতে পারে ।

Published on: Apr 17, 2023 04:30 PM