কোচবিহার থেকে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা শুরু, কী বার্তা দিলেন সেলিমরা?
আর মাস পাঁচেক পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে নতুন কর্মসূচি শুরু সিপিএমের। শনিবার (২৯ নভেম্বর) কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করল এই বাম দল। উত্তরবঙ্গ থেকে শুরু হল এই যাত্রা। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া এই বাংলা বাঁচাও যাত্রা শেষ হবে উত্তর ২৪ পরগনায়। আগামী ১৭ ডিসেম্বর এই কর্মসূচি শেষ হবে কামারহাটিতে। এদিন বাংলা বাঁচাও যাত্রা শুরু করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, বাংলার সংস্কৃতি, শিল্পর 'মৃত্যুর' উপক্রম হয়েছে। সেটাকে বাঁচাতে পথে নেমেছে সিপিএম।
আর মাস পাঁচেক পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে নতুন কর্মসূচি শুরু সিপিএমের। শনিবার (২৯ নভেম্বর) কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করল এই বাম দল। উত্তরবঙ্গ থেকে শুরু হল এই যাত্রা। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া এই বাংলা বাঁচাও যাত্রা শেষ হবে উত্তর ২৪ পরগনায়। আগামী ১৭ ডিসেম্বর এই কর্মসূচি শেষ হবে কামারহাটিতে। এদিন বাংলা বাঁচাও যাত্রা শুরু করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, বাংলার সংস্কৃতি, শিল্পর ‘মৃত্যুর’ উপক্রম হয়েছে। সেটাকে বাঁচাতে পথে নেমেছে সিপিএম।