AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election 2023: জিতল বাম

Panchayat Election 2023: জিতল বাম

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 18, 2023 | 7:59 PM

Share

সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা বজায় রাখল সিপিএম। এমনকি তেহট্ট ১ ব্লকের মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে একটা আসনেও প্রার্থী দিতে পারে নি তৃণমূল। ফলত বাকি দল প্রার্থী দিলেও জয়ী সেই বাম শিবির। তেহট্ট ১ ব্লকে পরপর সমবায় নির্বাচনে প্রায় সবকটিতেই জয়ী বাম শিবির।

সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা বজায় রাখল সিপিএম। এমনকি তেহট্ট ১ ব্লকের মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে একটা আসনেও প্রার্থী দিতে পারে নি তৃণমূল। ফলত বাকি দল প্রার্থী দিলেও জয়ী সেই বাম শিবির। তেহট্ট ১ ব্লকে পরপর সমবায় নির্বাচনে প্রায় সবকটিতেই জয়ী বাম শিবির।

তেহট্ট ১ ব্লকের ছিটকা পঞ্চায়েতের মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতি‌। ১৭ ই সেপ্টেম্বর রবিবার ছিল ঐ সমিতির নির্বাচন। সেখানে ৬২ টি আসন। মোট ভোটার সংখ্যা ছিল ১৬০৮ জন। ঐ আসনের মধ্যে আগেই ১৮ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সিপিএম। বাকি ৪৪ টি আসনে সিপিএম ও বিজেপির নির্বাচনী লড়াই হয়। জানা গিয়েছে , এই সমবায় ছিটকা পঞ্চায়েতের অধীন , সেখানে পঞ্চায়েত নির্বাচনে বিরাট ব্যবধানে জয় পায় বিজেপি। সমবায় নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে কি না তা নিয়েও একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে পিছু হাঁটতে নারাজ ছিল সিপিএম। রবিবার নির্বাচনের শেষে ফলাফলে দেখা যায় ৬২ টি আসনের মধ্যে বামশিবির ৫০ এবং বিজেপি ১২ টি আসনে জয়ী হয়েছে। তবে আশ্চর্যের বিষয় এই সমবায় নির্বাচনে একটা আসনেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল । তবে পঞ্চায়েত নির্বাচনে তেহট্ট ১ ব্লকে তৃণমূলের খারাপ ফলের কারনে নেতৃত্বের উদাসীনতা কাজ করেছে বলেও মত রাজনৈতিক মহলে। তবে সে কথা অবশ্য অস্বীকার করেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা । তিনি বলেন, প্রার্থী দেওয়া হয়নি এমনটা নয় ! আসলে সমবায় গুলিতে সিপিএম তাঁদের নিজেদের আত্মীয় স্বজনদের সব ভোটার করে রেখেছে। ফলে সেখানে আমাদের প্রার্থী দেওয়া না দেওয়া সমান। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনে ছিটকা গ্রাম পঞ্চায়েতে আমাদের ভরাডুবি হয়েছে। সেই কারনে লোক হাসিয়ে লাভ নেয় বলেই এমনটা হয়েছে।

একই কথা বলেন নদিয়া জেলা উত্তর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। তিনি বলেন, সমবায়ে ভোটার সব সিপিএমের ছিল। সেখান থেকে আমরা ৪৪ টি আসনে প্রার্থী দিতে পেরেছি। মানুষ যে ধীরে ধীরে আমাদেরকে ভরসা করছে, তা এই সমবায় নির্বাচন থেকে পরিস্কার বোঝা যাচ্ছে। ভবিষ্যতে ফল আরো ভালো হবে।এই নিয়ে সিপিএমের তেহট্ট উত্তর এরিয়া কমিটির সম্পাদক মানস মণ্ডল বলেন, এই সমবায়ে মানুষ বাম প্রগতিশীল প্রার্থীদের জয়ী করেছেন। দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতিকে ভোটাররা পরাস্ত করেছে।