Matua in Bengal: এসআইআর আবহে ক্রমেই চওড়া হচ্ছে ফাটল! দ্বিধাবিভক্ত মতুয়ারা?
Matua Politics: ঠাকুরবাড়ির অন্দরে চওড়া হচ্ছে ফাটল। দ্বিধাবিভক্ত মতুয়ারা? ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের বাড়ি থেকে ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই এমন মানুষদের হিন্দু কার্ড বিলি। অন্যদিকে ঠাকুরবাড়ির আর এক প্রান্তে আগামী কর্মসূচি নিয়ে বৈঠক মমতাবালার।
এসআইআর আবহে ক্রমেই ঠাকুরবাড়ির অন্দরে চওড়া হচ্ছে ফাটল। দ্বিধাবিভক্ত মতুয়ারা? ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের বাড়ি থেকে ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই এমন মানুষদের হিন্দু কার্ড বিলি। অন্যদিকে ঠাকুরবাড়ির আর এক প্রান্তে আগামী কর্মসূচি নিয়ে বৈঠক মমতাবালার। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন তাঁর নাম, তাহলে কীভাবে শান্তনু কার্ড বিলি করছেন? প্রশ্ন মমতাবালার। কার্ড বিলি করে পয়সা নেওয়া হচ্ছে বলেও নাম না করে তোপও দাগেন। সব মিলিয়ে মতুয়া ইস্যুতে নতুন করে তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল।
Published on: Nov 26, 2025 11:49 AM

