Bishnupur News: ফ্লাইওভারে ক্রেনে আগুন

Bishnupur News: ফ্লাইওভারে ক্রেনে আগুন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 01, 2023 | 7:39 PM

রেল লাইনের উপর ফ্লাই ওভার তৈরীর সময় রেলের ওভারহেড তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আগুন লাগল ক্রেনে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ক্রেনের চালক। আজ দুপুরে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে বিষ্ণুপুর স্টেশনের অদূরে।

রেল লাইনের উপর ফ্লাই ওভার তৈরীর সময় রেলের ওভারহেড তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আগুন লাগল ক্রেনে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ক্রেনের চালক। আজ দুপুরে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে বিষ্ণুপুর স্টেশনের অদূরে। আহত চালককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে বিষ্ণুপুর স্টেশনের অদূরে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ফ্লাই ওভার নির্মাণের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরে ফ্লাই ওভার নির্মাণের কাজে ব্যবহার করা একটি ক্রেনের উপরের অংশ কোনোভাবে রেলের ওভারহেড তার স্পর্শ করে। মূহুর্তের মধ্যে ক্রেনটিতে দাউদাউ করে আগুন লেগে যায়। ঘটনার আকস্মিকতায় নির্মাণস্থলে প্রাথমিকভাবে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায় শ্রমিকদের মধ্যে।

আহত হন ক্রেনটির চালক। প্রাথমিক ঘোর কাটিয়ে স্থানীয় শ্রমিকরা দ্রুত আহত চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ওভারহেড ওই তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় একটি সাব মার্সিবেল পাম্পের সাহায্যে শ্রমিকরা নিজেরাই ক্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।