AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Credit Card Fraud: ক্রেডিট কার্ডে নয়া প্রতারণা!

Credit Card Fraud: ক্রেডিট কার্ডে নয়া প্রতারণা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 26, 2023 | 3:30 PM

Share

ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, তারপরে গ্রাহকের মোবাইল একাউন্ট থেকে দুই দফায় প্রায় কুড়ি হাজার টাকা গায়েব। আবারো ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পৌরসভার আলামপুরের।

ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, তারপরে গ্রাহকের মোবাইল একাউন্ট থেকে দুই দফায় প্রায় কুড়ি হাজার টাকা গায়েব। আবারো ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পৌরসভার আলামপুরের। যদিও ব্যাংকের দাবি আধার কার্ডের মাধ্যমেই এই টাকা জালিয়াতি হয়েছে এমনই ব্যাংক কর্তৃপক্ষ পার্বতী বাবুকে জানিয়েছেন। চন্দ্রকোনা পৌরসভার আলমপুরের বাসিন্দা পার্বতী মাইতির দাবি কয়েকদিন আগেই তার মোবাইলে একটি ফোন আসে পাঞ্জাব ব্যাংকের নাম করে। তাকে বলা হয় আপনার নামে একটি নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। আপনি ক্রেডিট কার্ডটি নিতে কি ইচ্ছুক কিন্তু পার্বতী বাবু জানিয়ে দেয় তার অন্য ক্রেডিট কার্ড আছে তিনি ক্রেডিট কার্ড নিতে ইচ্ছুক নয়।

অপর প্রান্তের ব্যক্তির সাথে যখন কথা বলছেন ঠিক তখন মোবাইলে পরপর দুটি মেসেজ আসে মেসেজে দেখা যায় এসবিআই ক্রেডিট কার্ড থেকে দুই দফায় টাকা কাটা হচ্ছে প্রথম দফায় ৯৭২৮ টাকা দ্বিতীয় দফায় ৯৭৮০ টাকা। তৎক্ষণাৎ পার্বতীবাবু বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অপর প্রান্তের ব্যক্তির ফোনটি কেটে দ্রুত ব্যাংকের সাথে যোগাযোগ করে পার্বতী বাবু। তার আরো দাবী ওই ব্যক্তির ফোন কাটার পরে অটোমেটিক তার মোবাইলে সুইচ অফ হয়ে যায়। কিন্তু তার মোবাইল অন হলে তিনি আর সেই নাম্বারটি দেখতে পাননি এবং দ্রুততার শহিত ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক লিখিত আকারে সমস্ত বিষয়টি জানানোর কথা বলেন। এমনকি এসবিআই এর ক্রেডিট কার্ড দপ্তরেও লিখিত আকারে আবেদন জানান পুলিশকেও বিষয়টি বলেন। গোটা ঘটনায় চন্দ্রকোনা জুড়ে পড়ে গিয়েছে চাঞ্চল্য। এদিকে পার্বতী বাবুর দাবি তার কষ্টের উপার্জনের টাকা যেন ব্যাংক কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। টাকা ফেরতের আশায় বিভিন্ন দপ্তরে লিখিত আকারে অভিযোগ জানাচ্ছেন পার্বতী বাবু