Credit Card New Charges: ক্রেডিট কার্ড এবার আরও দামি!
হোটেল বুক করার সময় TCS কাটা হত ৫%। কিন্তু ১ জুলাই থেকে TCS কাটবে ২০%। ১৬ মে একটি নিয়ম এনেছে। আগে মানুষ ক্রেডিট কার্ডে খরচ করে হিসেব করতেো হত না আলাদা করে। প্রচুর মানুষ অতিক্রম করেছে ২.৫ কোটি ডলারের সীমা। এই জন্যই নতুন নিয়ম আনা হয়েছে। LRS স্কিম কী? এই স্কিমের মাধ্যমে বিদেশে থাকা ভারতীয় কত টাকা ব্যয় করছে, তার সীমা নির্ধারণ করে
ক্রেডিট কার্ড আসছে নতুন নিয়ম। ক্রেডিট কার্ড বিদেশে ব্যবহার করলে ক্ষরচ আরও বাড়বে। ২০% অতিরিক্ত টাকা কাটা হবে ক্রেডিট কার্ডে পেমেন্ট করার সময়। হোটেল বুক করার সময় TCS কাটা হত ৫%। কিন্তু ১ জুলাই থেকে TCS কাটবে ২০%। ১৬ মে একটি নিয়ম এনেছে। আগে মানুষ ক্রেডিট কার্ডে খরচ করে হিসেব করতেো হত না আলাদা করে। প্রচুর মানুষ অতিক্রম করেছে ২.৫ কোটি ডলারের সীমা। এই জন্যই নতুন নিয়ম আনা হয়েছে। LRS স্কিম কী? এই স্কিমের মাধ্যমে বিদেশে থাকা ভারতীয় কত টাকা ব্যয় করছে, তার সীমা নির্ধারণ করে। ভারতীয় নাগরিকরা সব থেকে বেশি এক বছরে ২.৫ মিলিয়ন ডলার খরচ করতে পরবে। এই সুবিধা আছে ডেবিট কার্ড এবং ফরেক্স কার্ডের ক্ষেত্রে। এই পরিষেবা ১ জুলাই, ২০২৩ এ পাবেন ক্রেডিট কার্ডও। অর্থ প্রদানের সময় TCS কাটা হবে ২০%। TDS এ আপনার আয় থেকে টাকা কাটা হয়। TCS এ আপনার খরচ থেকে টাকা কাটা হয়। TCS ফেরত পেতে পারবেন আইটিআর-এ আবেদন করলে।