AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richa Ghosh: 'তিনটে ম্যাচ হারার পরও...', স্ট্রাগল নিয়ে মুখ খুললেন রিচা

Richa Ghosh: ‘তিনটে ম্যাচ হারার পরও…’, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন রিচা

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 08, 2025 | 7:12 PM

Share

World Cup: টিভি৯ বাংলার সঙ্গে কথা বলেন রিচা। তিনি বলেন, "যখন আমি শিলিগুড়িতে আসলাম, যেভাবে স্বাগত জানানো হল, তা আলাদাই অনুভূতি। আমি মনে করি সকলের জীবনে স্ট্রাগল থাকে। আমার জীবনে স্ট্রাগল না থাকলে, আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না।"

বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছে বাংলার মেয়ে রিচা ঘোষ। নিজের সাফল্য, লড়াই নিয়ে টিভি৯ বাংলার সঙ্গে কথা বলেন রিচা। তিনি বলেন, “যখন আমি শিলিগুড়িতে আসলাম, যেভাবে স্বাগত জানানো হল, তা আলাদাই অনুভূতি। আমি মনে করি সকলের জীবনে স্ট্রাগল থাকে। আমার জীবনে স্ট্রাগল না থাকলে, আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। ভগবান আমাকে ছোটবেলা থেকে পাওয়ার দিয়েছে। সেটাই আরও ভালভাবে ব্যবহার করেছি। কোচের সঙ্গে কথা বলেছি। কীভাবে ভাল শট খেলতে হয়, তা শিখেছি। তিনটে ম্যাচ হারার পরও আমরা কাউকে একা ছাড়িনি। আমরা একসঙ্গে ছিলাম। কঠিন সময়েও কাউকে একা ছাড়িনি। এটা টিমকেই তুলে ধরে।”

Published on: Nov 08, 2025 07:12 PM