Arambagh MSME Project News: MSME প্রকল্পে উপচে পড়ছে ভিড়!
বিডিও অফিস গুলিতে চলছে ঋন দেওয়ার ক্যাম্প। MSME প্রকল্পে ঋন নেওয়ার জন্য উপচে পড়ছে ভিড়। গ্রামের গরীব মানুষজন কি ঋন পাবে উঠেছে প্রশ্ন।
বিডিও অফিস গুলিতে চলছে ঋন দেওয়ার ক্যাম্প। MSME প্রকল্পে ঋন নেওয়ার জন্য উপচে পড়ছে ভিড়। গ্রামের গরীব মানুষজন কি ঋন পাবে উঠেছে প্রশ্ন। লোকসভা ভোটের আর বেশি দেরি নেই সবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পঞ্চায়েত সমিতি গঠন হতে না হতেই গ্রামের মানুষজন বিডিও অফিসে MSME প্রকল্পে ঋন নেওয়ার জন্য ফরম ফিলাপ করছেন। বিভিন্ন বিদ্যালয় থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋন নেওয়ার ও ছাত্র ছাত্রীরা উপস্থিত হচ্ছে। তবে ভুক্তভোগী মানুষজনও আসছেন ঋণ নেওয়ার কাগজ ঠিক করতে। এইরকমই বেশ কিছু মানুষের মুখোমুখি tv9 বাংলার ক্যামেরা। ২০১৭ সালে সরকারি প্রকল্পে ঋণ নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন এখনো ঋণ মঞ্জুর হয়নি। আবারও বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন যদি ঋণ মঞ্জুর হয়। কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছেন এই টেবিল থেকে ওই টেবিল। উল্লেখ্য, গ্রামে গঞ্জে প্রচার চলছে রাজ্য সরকার ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে, যার ২৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এই MSME ক্যাম্পে বিভিন্ন বিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হচ্ছেন শিক্ষক-শিক্ষিকা রাও। যদিও ছাত্র-ছাত্রীরা ক্যামেরার সামনে কি জেনেছে কি আশা করছে সেটুকুও বলতে পারছে না। কোন আধিকারিক বলেই দিলেন টেবিলে বসে আছি এখনো ফর্ম জমা হয়নি। তবে লাইন আছে দেখা যাক। স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা আগে থেকেই ঋণ পেতেন তারাও হাজির হয়েছেন MSME ক্যাম্পে। কেউ কেউ তো বলেই দিলেন 2017 সালে ফরম জমা করেছিলাম এখনো ঋণ পাননি, আবারো চেষ্টা করছেন যাতে ঋণ পান।