CSK Before IPL 2023: ছিটকে গেলেন সিএসকের এই ক্রিকেটার!

CSK Before IPL 2023: ছিটকে গেলেন সিএসকের এই ক্রিকেটার!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 31, 2023 | 6:02 PM

CSK News: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের আগে দুঃসংবাদ সিএসকে শিবিরে। গোটা মরসুম থেকেই ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের আগে দুঃসংবাদ সিএসকে শিবিরে। গোটা মরসুম থেকেই ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার। এমনিতেই চোটের কারণে কাইল জেমিসনকে পাচ্ছে না চেন্নাই। ৪ বারের চ্যাম্পিয়নদের চিন্তা রয়েছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও। অনুশীলনে ধোনিকে সামান্য খোঁড়াতে দেখা গিয়েছে। চোটের আতঙ্ক গ্রাস করা দলটি আরও এক খারাপ খবর পেল আইপিএল শুরুর আগে। চোট পেয়েছিলেন দলের জোরে বোলার মুকেশ চৌধুরী। ২০২৩ আইপিএলে তাঁকে নিয়ে শঙ্কায় ছিল চেন্নাই শিবির। রিপোর্ট অনুযায়ী,গোটা সিজনেই মুকেশকে পাচ্ছে না সিএসকে। গত মরসুমে হলুদ জার্সি গায়ে অনবদ্য পারফর্ম্যান্স দেখা গিয়েছিল মুকেশের। মুকেশকে না পাওয়া ধোনির আর্মির জন্য বড় ধাক্কা। বাঁ হাতি বোলার মুকেশ চৌধুরীকে আইপিএলে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল সিএসকে। আইপিএলের ১৫তম মরসুমে সিএসকের হয়ে দারুণ পারফর্ম করেন মুকেশ। ১৩টি ম্যাচে ১৬টি উইকেট নেন তিনি। গতবছর বিজয় হাজারে ট্রফিতে চোট পেয়েছিলেন মুকেশ। ফাইনালের ম্যাচের পর আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি। চোট তাঁকে আইপিএল থেকেও ছিটকে দিল।নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন আগেই চোট পেয়ে পুরো মরসুম থেকে ছিটকে গিয়েছেন। জেমিসনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার সিসান্ডা মগালাকে দলে নিয়েছে সিএসকে।