Indian Tourism: পর্যটন মানচিত্রে নতুন কীর্তি ভারতের
করোনা অতিমারিতে স্তব্ধ হয়ে যায় সারা বিশ্ব। মহামারির ব্যপক প্রভাব পর্বে পর্যটন শিল্পে। অন্য দেশের মতো ভারতের পর্যটন ক্ষেত্রও থেমে যায় আড়াই বছর। কোভিডের টিকাকরণের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পর্যটন ক্ষেত্র।
করোনা অতিমারিতে স্তব্ধ হয়ে যায় সারা বিশ্ব। মহামারির ব্যপক প্রভাব পর্বে পর্যটন শিল্পে। অন্য দেশের মতো ভারতের পর্যটন ক্ষেত্রও থেমে যায় আড়াই বছর। কোভিডের টিকাকরণের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পর্যটন ক্ষেত্র। দীর্ঘ লকডাউনের পরে মানুষ আবার ঘর থেকে বেরিয়ে পড়েছে। ২০২২ এ লকডাউনের পরে ভারতে বেড়েছে বিদেশি পর্যটক।
সাধারণত ব্রিটেন, আমেরিকা ও বাংলাদেশে বেশি পর্যটক বেড়াতে যায়। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের এক তথ্য বলছে দারুণ এক খবর। ২০২১ এ ভারতে আসেন ১৫.২ লক্ষ বিদেশি পর্যটক। ২০২২ এ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১.৯ লক্ষ। লকডাউনের পরে বিদেশি পর্যটকরা সবচেয়ে বেশি এসেছেন আগ্রার তাজমহলে।
এছাড়াও রাজস্থানের জোধপুর,উদয়পুর ও জয়পুরে এসেছেন বহু পর্যটক। পূর্ব ভারতের অসমেও এসেছেন বিদেশি পর্যটকরা। আর তাঁরা ঘুরে দেখেছেন দার্জিলিং। বহু ধর্মীয় স্থানেও ভ্রমণ করেছেন বিদেশি পর্যটকরা।

