5

Serampore Fraud News: সাইবার প্রতারণা হয়েই চলেছে

দিনদিন আধার প্রতারণার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা বেড়েই চলেছে।শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কাজল ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হল টাকা।

Serampore Fraud News: সাইবার প্রতারণা হয়েই চলেছে
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 6:05 PM

দিনদিন আধার প্রতারণার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা বেড়েই চলেছে।শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কাজল ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হল টাকা। জানা যায় বৈদ্যবাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট রয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ১০০০০ টাকা এবং গত ১৬ তারিখ ৯০০০ টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়।যদিও প্রথমবার টাকা গায়েবের পরেও কোনরকম নোটিফিকেশন আসেনি, পরেরবার অর্থাৎ ১৬ তারিখ ৯০০০ টাকা উধাও হওয়ার পরে সেই দিন রাত তিনটের সময় সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের নামে একটি এসএমএস আসে। পরদিন সকালে তিনি শেওড়াফুলি ফাঁড়িতে অভিযোগ করেন। সোমবার সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বৈদ্যবাটি শাখাতেও লিখিত অভিযোগ জানান তিনি। যদিও তাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে ৪৫ দিনের ভেতরে টাকা ফেরত পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজার জানান উনি ছাড়াও আরো পাঁচ থেকে ছয় জনের সঙ্গে এই ঘটনা ঘটেছে তার মধ্যে দুজন টাকা ফেরত পেয়ে গেছেন।পুলিশ প্রশাসন রয়েছেন তারা দেখছেন ব্যাপারটা।।

Follow Us: