AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রামপুরহাটে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, জখম ২

রামপুরহাটে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, জখম ২

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Nov 26, 2025 | 4:13 PM

Share

Birbhum Blast: সকালে ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি দোকানের সামনে লরি থেকে অক্সিজেন সিলেন্ডার নামানোর কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় একটি সিলেন্ডার লরি থেকে মাটিতে পড়তেই বিকট শব্দে সিলেন্ডারটি ফেটে যায়।

বীরভূম: অক্সিজেন সিলেন্ডার বিস্ফোরণ। হাত ও পা উড়ে গেল দুজনের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। আহতদের নাম আবু তালেব ও উজির হোসেন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি দোকানের সামনে লরি থেকে অক্সিজেন সিলেন্ডার নামানোর কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় একটি সিলেন্ডার লরি থেকে মাটিতে পড়তেই বিকট শব্দে সিলেন্ডারটি ফেটে যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লরির চালক ও একজন কলমিস্ত্রি।