Dakshin Dinajpur School: ১ মাস বন্ধ স্কুল, কেন?

Dakshin Dinajpur School: ১ মাস বন্ধ স্কুল, কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 8:37 PM

গত একুশে জুলাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় বাহিনী সরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুলগুলোতে থাকায় ক্রমাগত পিছিয়ে পড়ছে ছাত্ররা। বাহিনী কবে যাবে তা নিয়ে কিছু বলতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

বংশীহারী: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। বর্তমানে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুল কলেজে রয়েছে। বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সুদর্শন নগর পিএইচ ভি হাইস্কুলে গত ২৮ শে জুন থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। যার ফলে সমস্যায় পড়তে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। বন্ধের মুখে পঠন পাঠন। এই অবস্থায় কিভাবে ইউনিট টেস্ট পরীক্ষায় ছাত্ররা বসবে তাই নিয়েই চিন্তা বেড়ে গিয়েছে শিক্ষক সহ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা।

গত একুশে জুলাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় বাহিনী সরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুলগুলোতে থাকায় ক্রমাগত পিছিয়ে পড়ছে ছাত্ররা। বাহিনী কবে যাবে তা নিয়ে কিছু বলতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

সুদর্শন নগর পি এইচ ভি হাই স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল রায় জানান, প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র বাহিনী সরিয়ে নিয়ে গেলে স্কুলের পঠন-পাঠন আবারও সুষ্ঠুভাবে চালু হত। বহুবার স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোন ফল। তাই কেন্দ্র বাহিনী কবে যাবে? সেই নিয়ে অপেক্ষায় দিন গুনছে স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

শুধুমাত্র বংশীহারী নয়, তপন হাই স্কুলেও একই সমস্যা দেখা দিয়েছে। স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় লাটে উঠেছে পঠন গঠন। এদিকে তপন হাই স্কুলের পড়ুয়ারা বাহিনী স্কুল থেকে সরিয়ে নেওয়ার জন্য বিডিও-র দ্বারস্থ হয়েছে।

Published on: Jul 26, 2023 08:36 PM