Canning Latest News: কালাচের ছোবলে মৃত্যু!
বিছানায় বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু ক্যানিং এর কালিকাতলা গ্রামের বাসিন্দা রাজ্জাক শেখের। চিকিৎসার জন্য স্থানীয় মঠেরদিঘী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্কটজনক হওয়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সেখানেই।
বিছানায় বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু। মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রাজ্জাক শেখের। ঘটনাটি ঘটেছে ক্যানিং ২ নম্বর ব্লকের কালিকাতলা এলাকায়। বাইট -সামসুজানা শেখ (মৃতের মা)।কালিকাতলা গ্রামের বাসিন্দা রাজ্জাক শেখ। হস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন। রাত প্রায় ১২ টার সময় বিছানার মধ্যে কিছু একটা কামড় দেয়। অচৈতন্য হয়ে পড়েছিলেন রাজ্জাক। চিকিৎসার জন্য স্থানীয় মঠেরদিঘী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্কটজনক হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু।
Latest Videos