Malda Migrant Worker Death: ফের পরিযায়ীর মৃত্যু
আবার মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু।এলাকায় কাজ না থাকায় পারি দিয়েছিলেন ভিন রাজ্যে,আর সেখানে কর্মরত অবস্থায় মৃত্যু মালদার চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সন্তু তুরি(৪০)। চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা এলাকার বাসিন্দা।
আবার মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু।এলাকায় কাজ না থাকায় পারি দিয়েছিলেন ভিন রাজ্যে,আর সেখানে কর্মরত অবস্থায় মৃত্যু মালদার চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সন্তু তুরি(৪০)। চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা এলাকার বাসিন্দা।উত্তরপ্রদেশের বারাণসীতে সাপের ছোবলে মৃত্যু হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের। গ্রামে মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনকারীর আকস্মিক মৃত্যুে চার সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন শেফালী মিশ্র।সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার সহ এলাকার বাসিন্দারা। একমাস আগে ষাটদিনের দাদন চুক্তিতে ওই দম্পতি চার নাবালক সন্তান নিয়ে পাড়ি দেন বারাণসী জেলার সাহারানপুরে।সেখানেই নির্মাণ শ্রমিকের কাজে যুক্ত ছিলেন। কর্মরত অবস্থায় গত বুধবার দুপুরে সন্তুকে সাপে ছোবল মারে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর শুক্রবার সকালে গ্রামে দেহ নিয়ে ফিরে আসেন স্ত্রী ও সহকর্মীরা।