5

Deepika Padukone In Jawan Success: ‘জওয়ান’কে চুমু দীপিকার

'পরপুরুষ' শাহরুখের গালে স্ত্রী দীপিকার চুম্বন দেখে সোশ্যাল মিডিয়ায় স্বামী রণবীরের কমেন্ট, "ভালবাসায় হৃদয় তৈরি হয়েছে..."। চুম্বন খেলেন দীপিকা আর কমেন্ট লিখে লাইমলাইট কেড়ে নিলেন তাঁর স্বামী। সম্প্রতি 'জওয়ান'-এর সাকসেস পার্টিতে ঘটেছে এমন ঘটনা। ছবিতে অতিথি শিল্পী দীপিকা।

Deepika Padukone In Jawan Success: 'জওয়ান'কে চুমু দীপিকার
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 9:32 PM

শাহরুখ-সলমন একফ্রেমে
শাহরুখ খানের ছবিতে সলমন কিংবা সলমন খানের ছবিতে শাহরুখের ক্যামিও নয়। এবার টানা ২১ বছর পর একসঙ্গে ছবি করতে চলেছেন শাহরুখ ও সলমন। ছবির নাম ‘টাইগার ভার্সেস পাঠান’। আদিত্য চোপড়া ইতিমধ্যে দুই স্টারের সঙ্গে বৈঠক করে নিয়েছেন, ছবির পরিচালনায় থাকছেন ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ, সব ঠিক থাকলে ২০২৪-এর মার্চে শুরু হবে ছবির কাজ।

আবেগঘন শাহরুখ
‘জিরো’ থেকে ‘পাঠান’, মাঝের চারটে বছর, মোটেও সহজ ছিল না শাহরুখ খানের কাছে। ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতে সে কথা বলতে গিয়েই চোখের কোল ভিজে উঠল সম্রাটেরও। শাহরুখের কথায়, “আমার বড় ছেলে বলে, ‘যখন বড় হচ্ছিলাম, আমরা বুঝেছিলাম স্টারডম কী! কিন্তু আব্রাম শুধু শুনেই এসেছে ওর বাবা অনেক বড় স্টার। কিন্তু অনুভব করতে পারেনি। তাই পরের পাঁচটা ছবি, মন দিয়ে করো বাবা। বাতাসে ভেসে আসবে তোমার স্টারডমের গন্ধ। সেই গন্ধই প্রাণ ভরে নিক আব্রাম।”

কবে মুক্তি ‘ডাঙ্কি’র
‘জওয়ান’ জ্বরে গোটা দেশ, তথা বিদেশ। সারা বিশ্বে দারুণ সাড়া ফেলেছে এই ছবি। এরই মধ্যে জানা গেল শাহরুখ খানের পরবর্তী ছবি ‘ডাঙ্কি’র মুক্তির তারিখ। রাজকুমার হিরানি পরিচালনা করেছেন এই ছবির। ২০২৩ সালের শেষে মুক্তি পাবে ছবি। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু।

‘জওয়ান’কে চুমু দীপিকার, রণবীর লিখলেন…
‘পরপুরুষ’ শাহরুখের গালে স্ত্রী দীপিকার চুম্বন দেখে সোশ্যাল মিডিয়ায় স্বামী রণবীরের কমেন্ট, “ভালবাসায় হৃদয় তৈরি হয়েছে…”। চুম্বন খেলেন দীপিকা আর কমেন্ট লিখে লাইমলাইট কেড়ে নিলেন তাঁর স্বামী। সম্প্রতি ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতে ঘটেছে এমন ঘটনা। ছবিতে অতিথি শিল্পী দীপিকা।

প্ল্যান ফাঁস
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাঘব-পরি। রাজস্থানে বসছে রাজকীয় বিয়ের আসর। এবার লিক হল বিয়ের প্ল্যান। শোনা যাচ্ছে, মেওয়ারি ট্র্যাডিশনে বিয়ে করবেন তাঁরা। বোটে করে পরিণীতি চোপড়াকে বিয়ে করতে আসবেন রাঘব চাড্ডা।

কেন পিছিয়ে গেল রণবীরের ‘রামায়ণ’?
তিন প্রযোজক মধু মন্তানা, নমিত মালহোত্রা এবং আল্লু অরবিন্দের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়েছে কিছু বিষয়ে। আর সেই কারণেই পিছিয়েছে ‘রামায়ণ’ ছবির কাজ। তাতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে আলিয়া ভাট এবং রাবণের চরিত্রে যশের অভিনয় করার কথা। কিন্তু এই ঝামেলার কারণে প্রত্যেকেই সরে যেতে চাইছেন ছবি থেকে।

চক্রবর্তী পরিবারে খুশির হওয়া
সেপ্টেম্বরেই মা হওয়ার কথা ছিল অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের। শনিবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর অপেক্ষার অপসান ঘটল, এ দিন সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। বাবা হলেন গৌরব চক্রবর্তী। মা ও সন্তান উভয়েই সুস্থ আছে। শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

নয়া সম্পর্কে তিয়াসা
অভিনেত্রী তিয়াশা লেপচা, গতবছর সম্পর্কে বিচ্ছেদ ঘটায় রীতিমত ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। তবে বছর ঘুরতেই জীবনে এল নতুন প্রেম। বেশ কিছু মাস ধরেই টলিপাড়ায় সেই চর্চা কিন্তু চলছিল। এ বার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে TV9 বাংলাকে তিয়াসা জানিয়েই দিলেন, জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে প্রস্তুত তিনি। বেশ কিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন তিনি।

মা হচ্ছে রুবিনা
বেশ কিছুদিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী রুবিনা দিলায়েক অন্তঃসত্ত্বা। সেই খবরের সত্যতা জানা গিয়েছে সম্প্রতি। রুবিনা এবং তাঁর স্বামী অভিনেতা অভিনব শুক্লা জানিয়েছেন, সত্যি-সত্যি সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁরা। বাবা-মা হতে চলেছেন খুব তাড়াতাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোশ্যাল মিডিয়ায় যৌথ পোস্টে ভাল খবরটি জানিয়েছেন রুবিনা-অভিনব।

Follow Us: