Deepika Padukone: রণং দেহি

Deepika Padukone: রণং দেহি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 29, 2023 | 6:35 PM

Singham Again: দীপিকাকে দেখে স্তম্ভিত সব্বাই। যেন রণং দেহি মূর্তি। ব্যাকড্রপে জ্বলছে আগুন। বিধ্বস্ত এলোমেলো চুল। অপরাধীর চুলের মুঠি ধরেছেন এক হাতে। অন্য হাতে সার্ভিস রিভলভার।

দীপিকাকে দেখে স্তম্ভিত সব্বাই। যেন রণং দেহি মূর্তি। ব্যাকড্রপে জ্বলছে আগুন। বিধ্বস্ত এলোমেলো চুল। অপরাধীর চুলের মুঠি ধরেছেন এক হাতে। অন্য হাতে সার্ভিস রিভলভার। রিভলভারের নল তার মুখে ঢুকিয়েছেন। পুলিশ পোশাক গায়ে মুখে হুঙ্কার। রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ এ পুলিশ অফিসার শক্তি শেট্টির ভূমিকায় দীপিকা। দীপিকার সংহার মূর্তি দেখে সবাই বলছে দুর্ধর্ষ মহিলা পুলিশ।

রণবীর সিং বলছেন আগুন লাগাবে দীপিকা। দীপিকার ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। হায়দরাবাদে শুট হচ্ছে ‘সিংহম এগেইন’। সিংহম ফ্রাঞ্চাইজির ৫ম ছবি এটি। পুলিশ নিয়ে এর আগে হয়েছে সিংহম ও সিম্বা। ডিজিটাল প্ল্যাটফর্মেও আসছে পুলিশ নিয়ে রোহিত শেট্টির ছবি। ছবির মহরতের ছবি শেয়ার করে রোহিত বলেন। ১২ বছর আগে প্রথম সিংহমের সময়ে তিনি ভাবতে পারেননি একটা কপ ইউনিভার্স হয়ে যাবে সিংহম। অজয় দেবগণ ছাড়াও এতে আছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও করিনা কাপুর। ডিজিটাল প্ল্যাটফর্মের ছবিতে আছেন শিল্পা শেট্টি, বিবেক ওবেরয় ও সিদ্ধার্থ মালহোত্রা।