Deepika Padukone Pregnancy: সন্তান আসার দুই মাস বাকি, এরই মধ্যে দীপিকার বড় সিদ্ধান্ত
শোনা যাচ্ছে সন্তান জন্ম নেওয়ার পর নাকি বেশ কিছুটা লম্বা সময় আর কাজে ফিরবেন না দীপিকা পাড়ুকোন। বলিউডে ট্রেন্ড হল বাচ্চার জন্য ন্যানি রাখা। তবে দীপিকার ঘনিষ্ঠ জানাচ্ছেন, ন্যানি রাখার ঘোরবিরোধী তিনি। বাকি সেলেব মায়েদের পথে না হেঁটে সন্তানের কাজ তিনি নিজেই করতে চান।
অপরাজিতার ভাইরাল ভিডিয়ো ক্লিপ
২৬ জুলাই ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বিবাহবার্ষিকী। একমাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। অপরাজিতা জানিয়েছেন, শ্বশুরবাড়িটাই তাঁর জীবনের সেরা ঠিকানা। পরিবারটি দেখে একমাসের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানেই বিয়ে করবেন। এমনটা মনে হওয়ার কারণ ছিলেন অপরাজিতার শাশুড়িমা। স্বীকার করেছেন জীবনে তিনি যা-যা করতে চেয়েছিলেন, সব তাঁর শাশুড়িমা এবং এই পরিবারের জন্যই। ভাইরাল সেই ভিডিয়ো ক্লিপ।
বড় সিদ্ধান্ত দীপিকার
শোনা যাচ্ছে সন্তান জন্ম নেওয়ার পর নাকি বেশ কিছুটা লম্বা সময় আর কাজে ফিরবেন না দীপিকা পাড়ুকোন। বলিউডে ট্রেন্ড হল বাচ্চার জন্য ন্যানি রাখা। তবে দীপিকার ঘনিষ্ঠ জানাচ্ছেন, ন্যানি রাখার ঘোরবিরোধী তিনি। বাকি সেলেব মায়েদের পথে না হেঁটে সন্তানের কাজ তিনি নিজেই করতে চান।
মীমাংসা চাইছেন অভিনেতা রাহুল দেব বসু
জিমে গিয়ে কটাক্ষের সম্মুখীন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু। তাঁকে ডাকেন মাঝবয়সি এক দম্পতি। হাতের নাগালে এক অভিনেতাকে পেয়ে তাঁর সঙ্গে গল্প জুড়ে দেন। সিনেমা নিয়ে কথা বলতে-বলতে ওঠে ডিভোর্সের প্রসঙ্গও। সেই দম্পতির সাফ বক্তব্য, বলিউডকে নাকি টেক্কি দেবে টলিউডের ডিভোর্স-গাঁথা। রাহুলের উপলব্ধি, এ সব ক্ষেত্রে অতি সহজেই টার্গেট হন অভিনেতারা। এই নিয়ে বিতর্ক সভা চাইছেন অভিনেতা।
রণবীরের নতুন কাজ
‘উরি: দা সার্জিকাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধরের পরবর্তী ছবিতে অভিনয় করবেন রণবীর সিং। ৩৫০ কোটি টাকার ব্যবসা করে সেই ছবি। এবার সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল রয়েছেন সেই ছবিতে। আর রয়েছেন রণবীর সিং।
হলিউডে ডেবিউ ওরির
বলিউডে তাঁকে কোনও ছবিতে দেখা যায়নি। কিন্তু ওরিকে কাস্ট করা হয়েছে হলিউডের এক ছবিতে। লন্ডনে ডেবিউ ছবির শুটিং করবেন তিনি। ওরি জানিয়েছেন, একটি হলিউড ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছিলেন। নির্মাতাদের এতই ভাললাগে যে তাঁকে একটি ছবির অফার দিয়ে বসেছেন।
কবে আসছে ‘জলি এলএলবি ৩’?
আসছে ‘জলি এলএলবি ৩’। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি। জানা গিয়েছে ছবি মুক্তির তারিখ। ‘জলি এলএলবি ৩’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের গ্রীষ্মকালে। এপ্রিলের ১০ তারিখ মুক্তি পাবে ছবি।
অনড় ফেডারেশন
শনিবার সন্ধ্যতেও কাটল না জট! যার ফলে কার্যত অচলাবস্থা তৈরি হতে চলেছে টলিউডে। আগামী ২৪ ঘন্টায় যদি দু-পক্ষের রফা না হয়, তাহলে সোমবার থেকে টলিগঞ্জের শ্যুটিং ফ্লোরে থাকবেন না পরিচালকরা! এদিন সকালে স্টুডিওপাড়া উত্তাল পরিচালকদের বিস্ফোরণ ঘিরে।
যিশুকে চিরতরে মুছলেন নীলাঞ্জনা?
ইনস্টা স্টোরিতে এক ‘সুখী পরিবারের’ ছবি শেয়ার করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। যে ছবিতে দেখা যাচ্ছে হাত ধরাধরি করে রয়েছে তিন মিষ্টি টেডিবিয়ার। হ্যাশট্যাগে নীলাঞ্জনা লিখেছেন, ‘নিনি চিনির মা’। দুই মেয়ে নিনি ও চিনিকে ট্যাগও করেছেন তিনি। তবে সেই ‘সুখী পরিবার’-এ কোথায় দেখা নেই যিশুর। এরপরই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা, জীবন থেকে যিশুর যাবতীয় অস্তিত্ব মুছে ফেলার বার্তাই যেন দিচ্ছেন নীলাঞ্জনা।
পাশে দাঁড়ালেন মিশমি
দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে অভিনেতা রণজয় বিষ্ণুর প্রেমিকার তালিকা। যার মধ্যে বেশ কিছু প্রেমিকার আবার সরাসরি যোগাযোগ রয়েছে টলিপাড়ার সঙ্গে। নাম প্রকাশ পেতেই বেজায় অস্বস্তিতে অভিনেতা। জানিয়েছেন তিনি ব্যথিত ও মর্মাহত। এ নিয়ে যখন সামাজিক মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা ঠিক তখনই টলিউড থেকে রণজয় পাশে পেলেন মিশমি দাসকে ।