Delhi University Recruitment: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে নিয়োগের সুষোগ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 08, 2023 | 4:34 PM

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক কলেজে এবার শিক্ষকতার সুযোগ। কোন পদে, কীভাবেই বা করবেন আবেদন, দেখুন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অ্যাসিস্টেন্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক হিসাবে কর্মী নিয়োগ করা হবে। দিল্লি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতী কলেজ ও লেডি শ্রী রাম কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ হল ২৭ মার্চ, ২০২৩। ভারতী কলেজের জন্য আবেদন করতে হবে এভাবে । অফিশিয়াল ওয়েবসাইট bharaticollege.du.ac.in বা colrec.uod.ac.in – এ লগ ইন করে আবেদন করতে হবে। লেডি শ্রীরাম কলেজে মোট ৮৯টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ ২৭ মার্চ । আগ্রহীদের ৫০০ টাকার আবেদন ফি জমা দিতে হবে। জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না । কীভাবে আবেদন করবেন? প্রথমে colrec.uod.ac.in- এ অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে । এরপরে নিজের নাম রেজিস্টার করে আবেদন ফর্ম পূরণ করতে হবে । এরপরে আবেদন ফি জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla