দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অ্যাসিস্টেন্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক হিসাবে কর্মী নিয়োগ করা হবে। দিল্লি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতী কলেজ ও লেডি শ্রী রাম কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ হল ২৭ মার্চ, ২০২৩। ভারতী কলেজের জন্য আবেদন করতে হবে এভাবে । অফিশিয়াল ওয়েবসাইট bharaticollege.du.ac.in বা colrec.uod.ac.in – এ লগ ইন করে আবেদন করতে হবে। লেডি শ্রীরাম কলেজে মোট ৮৯টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ ২৭ মার্চ । আগ্রহীদের ৫০০ টাকার আবেদন ফি জমা দিতে হবে। জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না । কীভাবে আবেদন করবেন? প্রথমে colrec.uod.ac.in- এ অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে । এরপরে নিজের নাম রেজিস্টার করে আবেদন ফর্ম পূরণ করতে হবে । এরপরে আবেদন ফি জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে