New Delhi Weather: জমাট কুয়াশায় ঢাকল রাজধানী, শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত

New Delhi Weather: জমাট কুয়াশায় ঢাকল রাজধানী, শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত

আসাদ মল্লিক

|

Updated on: Jan 08, 2023 | 1:16 PM

Weather Update: উত্তর ভারতের বহু জায়গায় শৈত্যপ্রবাহের লক্ষণ দেখা যাচ্ছে, খবর সূত্রের। এমতাবস্থায় আগাম সতর্কতা জারি হয়েছে বেশ কিছু শহরে। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় যান চলাচলও কম।

নিউ দিল্লি: বাংলায় ক্রমশ নিম্নমুখী তাপমাত্রার পারদ, অন্যদিকে উত্তর ভারতেও প্রবল শীত। তীব্র ঠাণ্ডায় কাঁপছে রাজধানী। ঠাণ্ডায় জবুথবু উত্তর ভারত ঢেকেছে ঘন কুয়াশায়, ফলত দৃশ্যমানতা বেশ কম, বাড়ছে ঝুঁকি। দিল্লি বিমানবন্দরে দেরিতে চলছে বিমান। দিল্লির বহু জায়গায় ৩ ডিগ্রিতে নেমেছে পারদ, সফদরজংয়ে পারদ নেমেছে ১.৫ ডিগ্রির আশেপাশে। তাপমাত্রার নিরিখে রাজধানী টেক্কা দিচ্ছে উত্তরাখণ্ডের বেশ কিছু পাহাড়ি শহরকেও, জানাচ্ছে দিল্লির মৌসম ভবন।

উত্তর ভারতের বহু জায়গায় শৈত্যপ্রবাহের লক্ষণ দেখা যাচ্ছে, খবর সূত্রের। এমতাবস্থায় আগাম সতর্কতা জারি হয়েছে বেশ কিছু শহরে। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় যান চলাচলও কম। দিল্লি বিমানবন্দর থেকে ২০টি বিমান দেরিতে উড়েছে বলে খবর সূত্রের। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও কমতে পারে দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায়, এমনটাই জানাল আবহাওয়া দফতর।

Published on: Jan 08, 2023 01:16 PM