Malda Dengue News: ভয়াবহ হচ্ছে ডেঙ্গি

মালদায় ডেঙ্গু উদবেগজনক। মালদার ৫টি ব্লকে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি। এরমধ্যে কালিয়াচকে ডেঙ্গু লাগামছাড়া। আতঙ্কিত মানুষ। গ্রামবাসিদের দাবি ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে। অনেকের মৃত্যুও হচ্ছে।

Malda Dengue News: ভয়াবহ হচ্ছে ডেঙ্গি
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 8:24 PM

মালদায় ডেঙ্গু উদবেগজনক। মালদার ৫টি ব্লকে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি। এরমধ্যে কালিয়াচকে ডেঙ্গু লাগামছাড়া। আতঙ্কিত মানুষ। গ্রামবাসিদের দাবি ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে। অনেকের মৃত্যুও হচ্ছে। জ্বরে কাহিল প্রত্যেকে। অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থাই নেই। জমা জল পরিস্কার করা বা সচেতন করা কিছুই হচ্ছে না। ফলে মশার উপদ্রব বেড়েই চলেছে।

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০ জনের বেশি ভর্তি ডেঙ্গু আক্রান্ত। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোম গুলিতে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। তবে মালদা মেডিক্যাল কলেজের এমএসভিপি পুরঞ্জয় সাহার দাবি ডেঙ্গু হলেও তার হার ক্রমশ কমছে। যদিও বেসরকারি ভাবে এই তথ্য কিন্তু অন্য কথাই বলছে।

Follow Us: