Malda News: সরকারি কর্মীদের বেতন থেকেও ‘কাটমানি’?
সরকারি স্বাস্থ্য কেন্দ্র দখলের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। অভিযোগ, এলাকারই এক তৃণমূল কর্মী বিশ্বনাথ মজুমদার জালিয়াতির মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রের জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরাও যুক্ত বলে গ্রামবাসীদের দাবি। এই ঘটনার খবর ছড়াতেই গ্রামবাসীরা দল বেঁধে ছুটে যান স্বাস্থ্য কেন্দ্র রক্ষা করতে। তাঁদের অভিযোগ, বিশ্বনাথ […]
সরকারি স্বাস্থ্য কেন্দ্র দখলের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। অভিযোগ, এলাকারই এক তৃণমূল কর্মী বিশ্বনাথ মজুমদার জালিয়াতির মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রের জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরাও যুক্ত বলে গ্রামবাসীদের দাবি।
এই ঘটনার খবর ছড়াতেই গ্রামবাসীরা দল বেঁধে ছুটে যান স্বাস্থ্য কেন্দ্র রক্ষা করতে। তাঁদের অভিযোগ, বিশ্বনাথ এলাকায় একজন জমি মাফিয়া হিসেবে পরিচিত। ইতিমধ্যেই বহু আদিবাসী পরিবারের জমি তিনি কায়দা করে দখল করে নিয়েছেন।
এবার যখন স্বাস্থ্য কেন্দ্র দখলের প্রস্তুতি শুরু হয়, তখনই গ্রামবাসীরা বিএমওএইচ ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। জেলা প্রশাসনও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।
স্বাস্থ্য দফতরের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন—তৃণমূল কর্মীর বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠা সত্ত্বেও এখনও কেন কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি? দেখুন ভিডিয়ো