Delhi Blast: দিল্লি বিস্ফোরণের তদন্তে গোয়েন্দারা, আর কোন-কোন জায়গা টার্গেটে ছিল জানেন?

Nov 13, 2025 | 9:24 PM

Red Fort News:উমরদের টার্গেটে ছিল মহারাষ্ট্রের মন্দিরও। দিল্লিতে টার্গেট ছিল ইন্ডিয়া গেট, লালকেল্লা, কনস্টিটিউশন ক্লাব, গৌরিশঙ্কর মন্দির, রেল স্টেশন, শপিং মল প্রভৃতি। সূত্রের খবর, দীপাবলিতেও নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল। বিস্ফোরক কোথায় রাখলে বেশি ক্ষতি হবে তা একাধিকবার রেইকি করে মোজাম্মিল ও উমর। তবে নিরাপত্তার কড়াকড়িতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে গোটা দেশ। কারণ, দিল্লিতে বিস্ফোরণের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোয়েন্দারা মনে করছেন, ২৫ নভেম্বর দেশের একাধিক জায়গায় ছিল সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা। দিল্লি ছাড়াও একাধিক মন্দিরে ছিল হামলার ছক। উমরদের টার্গেটে ছিল মহারাষ্ট্রের মন্দিরও। দিল্লিতে টার্গেট ছিল ইন্ডিয়া গেট, লালকেল্লা, কনস্টিটিউশন ক্লাব, গৌরিশঙ্কর মন্দির, রেল স্টেশন, শপিং মল প্রভৃতি। সূত্রের খবর, দীপাবলিতেও নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল। বিস্ফোরক কোথায় রাখলে বেশি ক্ষতি হবে তা একাধিকবার রেইকি করে মোজাম্মিল ও উমর। তবে নিরাপত্তার কড়াকড়িতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

Published on: Nov 13, 2025 09:20 PM