Byomkesh O Durgo Rahasya: এক মঞ্চে ২ ব্যোমকেশ
গেম চেঞ্জার হিসেবে নাম আছে অভিনেতা প্রযোজক দেবের। রাজনীতির ময়দান থেকে সিনেমার প্রাঙ্গন সবেতেই শিষ্ঠাচার ও সম্মান বজায় রেখে সুস্থ প্রতিযোগিতা কি ভাবে করতে হয় দেবের থেকে শেখার মত।
গেম চেঞ্জার হিসেবে নাম আছে অভিনেতা প্রযোজক দেবের এর। রাজনীতির ময়দান থেকে সিনেমার প্রাঙ্গন সবেতেই শিষ্ঠাচার ও সম্মান বজায় রেখে সুস্থ প্রতিযোগিতা কি ভাবে করতে হয় দেবের থেকে শেখার মত। কিছুদিন আগেই ব্যোমকেশ তৈরি নিয়ে সৃজিত ও দেব কে নিয়ে যে জলসঘোলা চলছিল।তাতে দাঁড়ি শুধু টানলেন না, সঙ্গে নিজের ছবির অভিনব প্রচার করলেন সৃজিতের পরিচালিত দূর্গ রহস্যের টিমকে ডেকে আনলেন নিজের ছবি ব্যোমকেশ ও দূর্গ রহস্য র ট্রেলার এর প্রকাশে। উপস্থিত ছিলেন, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী থেকে প্রযোজক পরিচালককে। টলিউডের সকলে মিলেমিশে কাজ করতে পারে এমনই বার্তা দিলেন দেব ও সৃজিত। ব্যোমকেশ ও দূর্গ রহস্য ছবির নতুন অজিত জানিয়েছেন অনির্বাণ প্রিয় অভিনেতা হলেও এই ছবিতে ব্যোমকেশ হিসেবে দেব খুব ভালো। ছবির প্রচারেই যে চমক দেখা গেছে সেই চমক অব্যাহত থাকবে এমনই আশা রাখছে ওয়াকিবহাল মহল।