AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Devils Hole: কেউ বেঁচে ফেরে না এখান থেকে

The Devils Hole: কেউ বেঁচে ফেরে না এখান থেকে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 16, 2023 | 4:38 PM

Share

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা মরু এলাকায় আছে এক রহস্যময় গুহা। গুহার নাম ডেভিলস হোল বা শয়তানের গুহা। ডেথ ভ্যালির এই গুহা ঘিরে অনেক প্রশ্ন যার উত্তর অজানা। এই গুহা থেকে আজ পর্যন্ত কেউই বেঁচে ফেরেননি। ভূবিজ্ঞানীদের মতে অন্তত ৫ লাখ বছরের প্রাচীন এই গুহা।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা মরু এলাকায় আছে এক রহস্যময় গুহা। গুহার নাম ডেভিলস হোল বা শয়তানের গুহা। ডেথ ভ্যালির এই গুহা ঘিরে অনেক প্রশ্ন যার উত্তর অজানা। এই গুহা থেকে আজ পর্যন্ত কেউই বেঁচে ফেরেননি। ভূবিজ্ঞানীদের মতে অন্তত ৫ লাখ বছরের প্রাচীন এই গুহা। গুহার ভিতরে আলো পর্যন্ত পৌঁছোয় না। গভীরতা কত? আজও জানা যায়নি। গুহাটির ভিতরের রাস্তা অত্যন্ত জটিল ও প্যাঁচালো। আছে অনেক খুপরি খুপরি এলাকা। ১৯৬০ নাগাদ ২ অভিযাত্রী এই গুহায় নামেন। ডেভিলস হোলের গভীরতা মাপা শুরু করেন তাঁরা। কিন্তু অজানা কারনে তাঁরা চিরতরে হারিয়ে যান। তাঁদের দেহ পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে আরও দুই ডুবুরি হারিয়ে যান ডেভিলস হোলের অতল জলে। মার্কিন প্রশাসন একবার এই গুহার একটি অঞ্চলের গভীরতা মাপে। দেখা যায় ডেভিলস হোলের ওই অংশ ৫০০ ফুট গভীর। গুহার জলে পাওয়া যায় অদ্ভুত এক নিল রঙের মাছ। বিজ্ঞানীদের দাবী ১০,০০০ বছর ধরে ওই মাছ আছে গুহার জলে। এদের বলা হয় ডেভিলস হোল পাপ ফিশ। পৃথিবীর অন্য কোথাও এই প্রজাতির মাছ পাওয়া যায় না। এই গুহায় শেষ সমীক্ষা চলে ২০১৯এ। দেখা যায় কমেছে পাপ ফিশের সংখ্যা।