Dharmendra Gossips: কেন ধর্মান্তরিত হন ধর্মেন্দ্র?

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেম কাহিনী কোনও সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। সিনেমার শুটে আউটডোরে যেতেন হেমা ও ধর্মেন্দ্র। বিবাহিত ধর্মেন্দ্র তখন হিমার প্রেমে হাবুডুবু। হেমা মালিনীর বাবা মা চান মেয়েকে বিবাহিত পুরুষের থেকে চিরতরে দূরে রাখতে। জিতেন্দ্রকে বেশ পছন্দ করতেন হেমার মা ও বাবা।

Dharmendra Gossips: কেন ধর্মান্তরিত হন ধর্মেন্দ্র?
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 4:31 PM

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেম কাহিনী কোনও সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। সিনেমার শুটে আউটডোরে যেতেন হেমা ও ধর্মেন্দ্র। বিবাহিত ধর্মেন্দ্র তখন হিমার প্রেমে হাবুডুবু। হেমা মালিনীর বাবা মা চান মেয়েকে বিবাহিত পুরুষের থেকে চিরতরে দূরে রাখতে। জিতেন্দ্রকে বেশ পছন্দ করতেন হেমার মা ও বাবা। জিতেন্দ্রর সঙ্গেই হেমার বিয়ের ঠিক করেন তাঁর বাবা মা।

বিয়ের কথা জানতে পেরে বিয়ের আসরে জিতেন্দ্রর প্রেমিকাকে নিয়ে হাজির হন ধর্মেন্দ্র। বরমালা হাতে মণ্ডপে হেমা, জিতেন্দ্রও হাজির। বিবাহ বাসরেই ধর্মেন্দ্র ও হেমার বাবার মধ্যে বচসা শুরু হয়। এসব দেখে বরযাত্রী সমেত ফিরে যান জিতেন্দ্র। এতে ধর্মেন্দ্রর ওপরে চটে যান হেমা। জিতেন্দ্রর সঙ্গে বেশি ছবিতে কাজ করতে থাকেন। হেমার বিরহে মদ্যপানে ডুবে যান ধর্মেন্দ্র। শেষে হেমা ধর্মেন্দ্রকে বিয়ে করতে রাজি হন। বিয়ের জন্য হেমা ও ধর্মেন্দ্র নিজেদের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম নেন। প্রথম স্ত্রীর উপস্থিতিতেই ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করেন। ধর্মেন্দ্র নাম নেন দিলওয়ার খান আর হেমার নাম হয় আইশা। ধর্মেন্দ্র দুই স্ত্রীকেই যোগ্য মর্যাদা দেন। তাঁদের দুই কন্যা এশা ও অহনা। তাঁরা সানি ও ববি দেওলকে রাখি পরান।

Follow Us: