Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri Fire Crackers: উদ্ধার নিষিদ্ধ বাজি, গ্রেফতার বিজেপি নেতা

Dhupguri Fire Crackers: উদ্ধার নিষিদ্ধ বাজি, গ্রেফতার বিজেপি নেতা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 08, 2023 | 3:21 PM

BJP Leader Arrested: দীপাবলির আগে নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে জেলা জুড়ে পুলিশি অভিযান। বানারহাটের গয়েরকাটা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি। গ্রেফতার বিজেপি নেতা।

দীপাবলির আগে নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে জেলা জুড়ে পুলিশি অভিযান। বানারহাটের গয়েরকাটা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি। গ্রেফতার এক বিজেপি নেতা।

পুলিশ সূত্রে খবর, “মঙ্গলবার রাতে গয়েরকাটার বিভিন্ন দোকানে অভিযান চালায় বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ। আর সেই অভিযানেই নিমাই দেবনাথ নামে এক ব্যাক্তির দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করা হয়।তারপর তাকে গ্রেফতার করে পুলিশ”। নিমাই দেবনাথ এলাকার প্রবীণ বিজেপি নেতা হিসেবেই পরিচিত।

বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ সূত্রে জানানো হয়েছে, “এই ধরনের অভিযান লাগাতার চলবে। অবৈধ ভাবে বাজি পটকা মজুত করে রাখার কারণেই নিমাই বাবুকে গ্রেফতার করা হয়েছে”। জানা গিয়েছে, অভিযুক্তকে আজ জেলা আদালতে তোলা হবে।