Yuvabharati: যারা খেলা ভালবাসেন তাঁরা কি সত্য়িই ভাঙচুর করেছেন?
ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন বিক্ষুব্ধ জনতা। শেষে পুলিশ মাঠ ফাঁকা করে। রাতে বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়াম। আজ সকালে সটলেক স্টেডিয়ামের চেহারা থমথমে পুরো। লণ্ডভণ্ড হয়ে রয়েছে স্টেডিয়াম। মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না।
মেসির স্টেডিয়াম ছাড়ার পরই প্রায় ৬০ মিনিট ধরে চলল তাণ্ডব। যুবভারতীর ভিতরে সিট উপড়ে নেওয়া থেকে শুরু করে টব তুলে নিয়ে যাওয়া, স্টেডিয়ামের বাথরুম ভাঙচুর, সোফায় আগুন ধরিয়ে দেওয়া-কিছুই বাকি থাকল না। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন বিক্ষুব্ধ জনতা। শেষে পুলিশ মাঠ ফাঁকা করে। রাতে বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়াম। আজ সকালে সটলেক স্টেডিয়ামের চেহারা থমথমে পুরো। লণ্ডভণ্ড হয়ে রয়েছে স্টেডিয়াম। মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না।
Latest Videos

