Deganga News: দাবি ডেঙ্গিতে মৃত্যু, রিপোর্ট সেপটিসেমিয়ার
জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কুমরুলী গ্রামে। মৃত যুবকের নাম সরিফুল ইসলাম (২৪)। রবিবার সন্ধ্যায় বারাসাত জেলা হাসপাতালে সরিফুলের মৃত্যু হয়েছে।
জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কুমরুলী গ্রামে। মৃত যুবকের নাম সরিফুল ইসলাম (২৪)। রবিবার সন্ধ্যায় বারাসাত জেলা হাসপাতালে সরিফুলের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরিফুলের মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল থেকে মৃত্যুর কারণ হিসেবে সেফটিসেমিয়া লেখা হয়েছে। সরিফুলের পরিবার সূত্রে জানা যায় গত শনিবার জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে বিশ্বনাথপুর হাসপাতালে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে।
এরপর সেখান থেকে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। সরিফুল ইসলামের প্লেটলেট ৪৭ হাজারে নেমে এসেছিল। চিকিৎসা চলার পরে রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ মৃত্যু হয় তার। কিন্তু কিন্তু হাসপাতাল থেকে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়নি, সরিফুলের সেফটিসেমিয়াতে মৃত্যু হয়েছে মৃত্যুর শংসাপত্রে এমনটি লেখা রয়েছে। তার পরিবারের দাবি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আরও পাঁচ থেকে ছয় জন আক্রান্ত। গ্রাম পঞ্চায়েত থেকে ডেঙ্গু প্রতিরোধের পরিষেবা মিললেও ব্লক প্রশাসনের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন মৃতের পরিবারের দাবি।