AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diesel Car: ডিজেল গাড়ির খরচ বাড়ল?

Diesel Car: ডিজেল গাড়ির খরচ বাড়ল?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 23, 2023 | 7:06 PM

Share

Pollution Tax: কিছুদিন আগে নীতিন গডকরি বলেছিলেন, ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হতে পারে। এই সিদ্ধান্তে তার থেকে কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। তবে ডিজেল গাড়ি চালানোর খরচ কিছুটা বেড়ে গেল এতে।

একটা সময় ডিজেল ও পেট্রোলের দামের ফারাক ছিল ২০ থেকে ২১ টাকা। বর্তমানে এই ফারাক কমে দাঁড়িয়েছে ৫ থেকে ৭ টাকায়। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানান ডিজেল গাড়িতে ১০% দূষণ কর নেওয়ার কথা। কিছুদিন আগে নীতিন গডকরি বলেছিলেন, ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হতে পারে। এই সিদ্ধান্তে তার থেকে কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। তবে ডিজেল গাড়ি চালানোর খরচ কিছুটা বেড়ে গেল এতে।

সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারের তথ্য অনুযায়ী। ২০১৩ এ দেশে ডিজেল গাড়ি ছিল ৫৮% । ২০১৭ এ তা হয় ৪০% । আর এই বছরে ভারতের রাস্তায় ডিজেল গাড়ি ১৯% । বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের ডিজেল গাড়ি তৈরির সংখ্যা কমিয়েছে। এই বাজারে প্রবেশ করছে ইলেকট্রিক কার ও ইথানল চালিত গাড়ি। হাইব্রিড কার ডিজেল বা পেট্রলের পাশাপাশি ইথানল ও বিদ্যুতেও চলে। দেশে বেশ কিছু ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় হতে শুরু করেছে।

ভারতের বাজারে ইভির দাম। এমজি কমেট ইভির দাম ৭.৯৮ থেকে ৯.৯৮ লাখ টাকা। ফুল চার্জে ২৩০ কিমি যায় এই গাড়ি। টাটা টিয়াগোর দাম ৮.৬৯ থেকে ১২.০৪ লক্ষ টাকা। ফুল চার্জে মাইলেজ ২৫০ কিমি। টাটা নেক্সন এর দাম ১৬.৪৯ লক্ষ টাকা থেকে ১৯.৫৪ লক্ষ টাকা। ফুল চার্জে ৪৫৩ কিমি যায় এই গাড়ি। টাটা টিগরের দাম ১২.৪৯ লাখ টাকা। ফুল চার্জে মাইলেজ ৩১৫ কিলোমিটার। মহিন্দ্রা এক্স ইউভি ৪০০ দাম ১৫.৯৯ লাখ থেকে ১৯.১৯ লাখ টাকা। ফুল চার্জে যায় ৪৫৬ কিমি।