Vande Bharat Express: বঙ্গে ৪র্থ বন্দে ভারত
দুর্গা পুজোর উপহার পেতে চলেছে পশ্চিমবাংলা। শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পাটনার মধ্যে চলবে এই বন্দে ভারত ট্রেনটি। ইতিমধ্যে হয়ে গিয়েছে ট্রেনটির ট্রায়াল রান। ৫ ও ১২ ই অগাস্ট হয়েছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। এখন পশ্চিমবঙ্গে চলে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
দুর্গা পুজোর উপহার পেতে চলেছে পশ্চিমবাংলা। শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পাটনার মধ্যে চলবে এই বন্দে ভারত ট্রেনটি। ইতিমধ্যে হয়ে গিয়েছে ট্রেনটির ট্রায়াল রান। ৫ ও ১২ ই অগাস্ট হয়েছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। এখন পশ্চিমবঙ্গে চলে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। হাওড়া – নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি – গুয়াহাটি এবং হাওড়া পুরী রুটে।
হাওড়া থেকে পাটনার মধ্যে ৫৩৫ কিলোমিটার পথ এই ট্রেন অতিক্রম করবে সাড়ে ছয় ঘণ্টায়। কত ভাড়া হতে পারে এই ট্রেনের তা এখনও পরিষ্কার করেনি রেল কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞদের অনুমান এক্সিকিউটিভ চেয়ার কারে ২৬৫০ টাকা। এসি চেয়ার কারে ১৪৫০ টাকা ভাড়া হতে পারে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের। ট্রেনটি হাওড়া ও পাটনার মধ্যে আসানসোল ও জসিডিহ স্টেশনে স্টপেজ দিতে পারে। প্রতি ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে ছুটবে এই বন্দে ভারত এক্সপ্রেস। এখনও রেল বোর্ড এই ট্রেনের সবুজ সংকেত দেয়নি। তাই বিশেষজ্ঞদের মত পুজোর পরেই পরিষেবা চালু করবে এই ট্রেনটি।