Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ditipriya Roy: মাথা হিজাবে মুড়ে ছবি দিয়ে দিতিপ্রিয়া, উঠল কটাক্ষের ঝড়

Ditipriya Roy: মাথা হিজাবে মুড়ে ছবি দিয়ে দিতিপ্রিয়া, উঠল কটাক্ষের ঝড়

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 11, 2024 | 11:21 PM

জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সেই দিতিপ্রিয়াকেই যে এমন বীভৎস ট্রোলের মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি তিনি। কী ঘটেছে? বৃহস্পতিবার পবিত্র ইদে নিজের কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। মাথা হিজাবে মুড়ে ছবি দিয়ে দিতিপ্রিয়া লেখেন, “ইদ মুবারক”। এর পরেই শুরু হয় তীব্র সমালোচনা, হুমকি। দিতিপ্রিয়াকে ভয় দেখানো হয়, আনফলো করে দেওয়ার।

জিতের চমক
ইদে ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির টলিউড সুপারস্টার জিৎ। দীর্ঘ প্রতিক্ষায় থাকা ভক্তদের দিলেন তাঁর আগামী ছবি বুমেরাং-এর প্রথম লুক। পোস্টার সামনে আসতেই ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। এই প্রথম পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিৎ-রুক্মিনী মৈত্র। ছবির মুক্তি ৭ জুন।

ইদে সলমনের চমক
ইদ কিংবা দিওয়ালি, পর্দায় সলমন খানের ছবি থাকবে না, এমনটা যেন ভাবতেই পারেন না ভাইজানের ভক্তরা। তবে ২০২৪ সালে ইদে ভাইজানের ছবি সত্যি থাকল না পর্দায়। তবে ইদের দিন ভক্তদের জন্যে সারপ্রাইজ নিয়ে হাজির তিনি। চলতি বছরে পর্দায় তিনি না থাকলেও ২০২৫-এর ইদে মুক্তিতে থাকছেন তিনি। ছবির নাম সিকান্দর।

আমির খানের ছেলের এ কী হল!
চোখে কাজল, মুখে লিপস্টিক! এ কী অবস্থা আমির খানের ছেলে জুনেদ খানের। ফ্রেমবন্দি হতেই আঁতকে উঠলেন নেটিজেনরা। জানিয়ে রাখা যাক, এক শুটিংয়ের জন্য এ হেন রূপ তাঁর। সেই অবস্থাতেই তাঁকে ফ্রেমবন্দি করে পাপারাৎজিরা।

বিয়েতে কী পরবেন
বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে জাহ্নবী কাপুরের সম্পর্ক। তবে কি বিয়ের পিঁড়িতে অভিনেত্রী? তবে বিয়ে কীভাবে হবে, তিনি কী পরবেন, তা সবটাই স্থির করে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুরকে বলতে শোনা গেল তিনি মন্দিরে বিয়ে করবেন। সোনার জড়ির কাজ করা কাঞ্জিভরম পরবেন। খাবেন কলাপাতায়।

বড় চমক পুষ্পা ২-এ
২০২৩ থেকেই শুরু হয়ে গিয়েছে পুষ্পা ২ ছবির শুট। সেট থেকে ইতিমধ্যেই একাধিক খবর ভাইরাল হতে দেখা যায়। এবার সামনে এল অন্য চমক। আল্লু অর্জুনের এই বহুলচর্চিত ছবির একটি যাত্রার দৃশ্যের জন্য বাজেট ধার্য করা হয়েছে ৬০ কোটি টাকা। যা নিয়ে বর্তমানে নেটপাড়ায় শোরগোল তুঙ্গে।

ট্রোল্ড বনি-কৌশানী
ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা বনি সেনগুপ্ত। বিখ্যাত ক্লোদিং ব্র্যান্ড ‘বালমা প্যারিস’ টি-শার্ট পরতেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। শুধু তিনি নন সমালোচিত হলেন প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ও। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন একটাই। ‘এত পয়সা কে দেয়’?

দিতিপ্রিয়াকে হুমকি
জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সেই দিতিপ্রিয়াকেই যে এমন বীভৎস ট্রোলের মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি তিনি। কী ঘটেছে? বৃহস্পতিবার পবিত্র ইদে নিজের কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। মাথা হিজাবে মুড়ে ছবি দিয়ে দিতিপ্রিয়া লেখেন, “ইদ মুবারক”। এর পরেই শুরু হয় তীব্র সমালোচনা, হুমকি। দিতিপ্রিয়াকে ভয় দেখানো হয়, আনফলো করে দেওয়ার।

অসুস্থ শ্রীময়ী
ভাল নেই শ্রীময়ী চট্টরাজ, এমনটাই জানিয়েছেন নিজের মুখেই। সম্প্রতি ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিয়োর মধ্যে দিয়ে শ্রীময়ী বলেন, “শরীর ভাল নেই। তাই মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ছোটবেলার মতো।” এই মুহূর্তে মায়ের কাছেই রয়েছেন তিনি। মায়ের কাছেই তাঁর যত আবদার। এমনিতেই তিনি যা করেন তা নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। সেই প্রসঙ্গ টেনে এনেই শ্রীময়ীকে বলতে শোনা যায়, “নজর দেবেন না।”

বাগদানের দিনেই মৃত্যু
ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাগদানের দিনেই মৃত্যু হল জনপ্রিয় অভিনেতার। অভিনেতার নাম সূরজ মেহের। বয়স হয়েছিল ৪০ বছর। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ‘আখরি ফয়সালা’ নামক এক ছবির শুটিং থেকে ফিরছিলেন তিনি। বুধবার ওড়িশায় বাগদান হওয়ার কথা ছিল তাঁর। হঠাৎই এক ট্রাকের সঙ্গে সূরজের গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ।

Published on: Apr 11, 2024 11:20 PM