Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে এ বাংলায় প্রদীপ বিক্রির কী হাল?

rahul Sadhukhan |

Jan 22, 2024 | 3:37 PM

Ayodhya Ram Mandir: চাহিদা প্রচুর। মাটির প্রদীপ কিনতে দোকানে দোকানে লাইন। কিন্তু চাহিদা অনুযায়ী মিলছে না , মাটির প্রদীপ। রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে কী অবস্থা এ বাংলায় মাটির প্রদীপের?

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরে দেশবাসীকে প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানিয়েন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের আগে মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে। চাহিদা থাকলেও বাজারে অমিল মাটির প্রদীপ। অর্ডার দিয়েও যোগান পাচ্ছেন না ব্যবসায়ীরা। প্রবল ঠান্ডায় তৈরি করতে মাটি মাখার মেশিনেই ভরসা। রাম মন্দির উদ্বোধনের আগে অকাল দীপাবলীর প্রদীপ যোগান দিতে রায়গঞ্জের কুমোর পাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।

রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়াই হোক বা কাকপাড়া, সর্বত্র প্রদীপের যোগান দিতে কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন মৃৎশিল্পীরা। কাকপাড়ায় ডিজেল চালিত মেশিনে মাটি মাখানোর কাজ চলছে। আর বৈদ্যুতিক মেশিনে চলছে প্রদীপ তৈরির কাজ। লক্ষ লক্ষ প্রদীপ তৈরি করেও সামাল দিয়ে উঠতে পারছেন না তারা। দীপাবলীর চেয়েও অনেক গুন বেশি চাহিদা রয়েছে প্রদীপের।

শেষ মুহুর্তে এসে প্রদীপ না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। প্রদীপের সঙ্গে চাহিদা বেড়েছে পতাকারও।