SIR-এ Enumeration Form-এর সঙ্গে জমা দিতে হবে Aadhaar Card ও ছবি?
Enumeration Form in SIR: কমিশন বলছে, এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সঙ্গে কোনও নথিই আপনাকে জমা দিতে হবে না। তাহলে? আসলে আপনি যে ফর্ম জমা করছেন তার সঙ্গে একটি ছবি লাগিয়ে দিতে হবে আপনাকে। আর সেই ফর্মের উপর ভিত্তি করে একটা খসড়া তালিকা তৈরি করবে কমিশন।
আপনার বিএলও আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছেন। আপনি ফর্ম ফিলআপও করেছেন নিশ্চয়। কিন্তু আপনি কি ভাবছেন, এই ফর্মের সঙ্গে আপনাকে আধার কার্ড ও আপনার ছবি দিতে হবে? বা আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড?
কমিশন বলছে, এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সঙ্গে কোনও নথিই আপনাকে জমা দিতে হবে না। তাহলে? আসলে আপনি যে ফর্ম জমা করছেন তার সঙ্গে একটি ছবি লাগিয়ে দিতে হবে আপনাকে। আর সেই ফর্মের উপর ভিত্তি করে একটা খসড়া তালিকা তৈরি করবে কমিশন। সেখানে নাম তোলার জন্য আপনি যদি শুধু ফর্ম ফিলআপ করে দেন, তাহলেই হবে।
Published on: Nov 20, 2025 05:11 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

