‘বাজার গরম করে দেব’, সমবায় নির্বাচনে ‘দাবাং’ নন্দীগ্রাম থানার আইসি
নন্দীগ্রামে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 'দাবাং' নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত। সমবায় নির্বাচন ঘিরে যাতে কোনও গন্ডগোল না হয়, সেজন্য নিজে দাঁড়িয়ে থেকে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন। জমায়েত সরাতে ধমক দিতেও দেখা যায় নন্দীগ্রাম থানার আইসি-কে। আঙুল উঁচিয়ে ভোটকেন্দ্রের সামনে আসা একজনকে তিনি বলেন, "চুপচাপ ভোট করতে দিন। ডিস্টার্ব করবেন, বারোটা বাজিয়ে দেব। ভোট দিলে ভোট দিন, না হলে চলুন। ফালতু ঝামেলা করবেন, বাজার গরম করে দেব। কীভাবে বাজার গরম করতে হয়, জানা আছে আমার। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন।" প্রসঙ্গত, গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৯টি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে ৯টি করে আসনে প্রার্থী দিয়েছে। সিপিআইএম ২টি আসনে প্রার্থী দিয়েছে।
নন্দীগ্রামে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ‘দাবাং’ নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত। সমবায় নির্বাচন ঘিরে যাতে কোনও গন্ডগোল না হয়, সেজন্য নিজে দাঁড়িয়ে থেকে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন। জমায়েত সরাতে ধমক দিতেও দেখা যায় নন্দীগ্রাম থানার আইসি-কে। আঙুল উঁচিয়ে ভোটকেন্দ্রের সামনে আসা একজনকে তিনি বলেন, “চুপচাপ ভোট করতে দিন। ডিস্টার্ব করবেন, বারোটা বাজিয়ে দেব। ভোট দিলে ভোট দিন, না হলে চলুন। ফালতু ঝামেলা করবেন, বাজার গরম করে দেব। কীভাবে বাজার গরম করতে হয়, জানা আছে আমার। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন।” প্রসঙ্গত, গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৯টি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে ৯টি করে আসনে প্রার্থী দিয়েছে। সিপিআইএম ২টি আসনে প্রার্থী দিয়েছে।
SIR বন্ধ হয়ে যাবে? বিস্ফোরক চিঠি শুভেন্দু অধিকারীর
মমতার জন্মদিনে মোদী ডাকল 'দিদি' বলে, শুনেই সুজন বললেন...
মাদুরোকে অপহরণেই থামছেন না, ভেনেজ়ুয়েলা নিয়ে আরও বড় প্ল্যান ট্রাম্পের
যাত্রী সেজে উঠেছিল অটোয়, বাংলাদেশে হিন্দুর সঙ্গে যা হল, শিউরে উঠবেন...
